শিরোনাম
◈ মধ্যরাতে উত্তাল ঢাবি: শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও) ◈ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কেটু মিজান ও স্ত্রীসহ গ্রেফতার ৫ ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হতে পারে যেসব চুক্তি ◈ যশোরে স্কুল ছাত্রী অপহরনের পর গুমের  অভিযোগ ◈ ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন অস্ত্র কেনা স্থগিত করেছে ভারত: রয়টার্স ◈ যশোরে ডিবি হেফাজতে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই সিবিএ নেতা ◈ আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, হিন্দু -মুসলিমের ব্যবধান বুঝি না : বাবু গয়েশ্বর ◈ ঢাবির ১৮ হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ফেসবুকে যা বললেন উমামা ফাতেমা ◈ গণমাধ্যমের স্বচ্ছতা, নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ◈ ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গণ -অভ্যুত্থান পরবর্তী এক বছরেও শ্রমিকদের উপযুক্ত মানবিক মজুরি ও অধিকার নিশ্চিত হয়নি : সাইফুল হক

মনিরুল ইসলাম: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,গণ -অভ্যুত্থানের সরকারও শ্রমিকদের পরিবর্তে মালিকদেরকেই তুষ্ট করছে।অবিলম্বে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করুন। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে যাবতীয় বিতর্ক থেকে বেরিয়ে আসা, নিজেদের নিরপেক্ষতা নিশ্চিত করা।

অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তিতে  বিপ্লবী শ্রমিক সংহতির আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণ -অভ্যুত্থানে শ্রমিকশ্রেণী সবচেয়ে বেশী জীবন দিলেও  তাদের মানবিক উপযুক্ত মজুরি ও অধিকার  নিশ্চিত হয়নি।গণ- অভ্যুত্থান কেন্দ্র করে তাদের স্বপ্ন আশা হতাশায় পরিনত হয়েছে।পুরানো সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও মালিকদেরকে তুষ্ট করতেই ব্যস্ত রয়েছে।

তিনি অনতিবিলম্বে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেকটরের শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারন, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু  আপতকালিন ব্যবস্থা হিসাবে মহার্ঘ ব্যবস্থা চালুর আহবান জানান। তিনি বন্ধ কারখানা চালু করারও দাবি জানান। 

তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশসমুহ বাস্তবায়নের উদোগ নিতেও সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে সরকারকে যাবতীয় পক্ষপাতদুষ্টতা  ও বিতর্কিত পদক্ষেপ থেকে  বেরিয়ে আসা। তিনি বলেন:, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত না হলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানও সম্ভব হবেনা। তিনি প্রধান উপদেষ্টার কথিত সেরা নির্বাচনের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছাকে সবচেয়ে  গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যায়িত করেন।

একইসাথে তিনি আরপিও চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের আহবান জানান।

অন্যান্য আলোচকবৃন্দ সরকারকে কোন অংশের প্রতি ঝুঁকি না থেকে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অবিচল থাকার আহবান জানান। 

বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে আজ সকালে  সেগুনবাগিচায় সংহতি  মিলনায়তনে  "অন্তর্বর্তী সরকারের এক বছর- শ্রমিক মেহনতিদের অধিকারের প্রশ্ন " শীর্ষক আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উপরোক্ত বক্তব্য রাখেন। 

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, সংগঠননের সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আলী,  কেন্দ্রীয় প্রচার সম্পাদক সালাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য  মোহাম্মদ আলী, হালিম ভূইয়া, আবু হানিফ প্রমুখ। 

সভার শুরুতে গণ অভ্যুত্থানের শহীদদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা নিরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়