শিরোনাম
◈ ট্রাম্পের আকস্মিক হঠাৎ জি-সেভেন সম্মেলন ত্যাগ: ইরান-ইসরায়েল নয়, আরও বড় কিছু ঘটছে? ◈ জুলাই মাসের মধ্যে `জাতীয় সনদ' তৈরি করতে পারবো: আলী রীয়াজ ◈ ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করল জামায়াতে ইসলামী ◈ নেতানিয়াহুর ঔদ্ধত্যে ইসরায়েলের সামরিক অহংকার চূর্ণ, ইতিহাসে ফিরছেন আহমদ চালাবির ছায়া:হামিদ মীর ◈ ইরান-ইসরায়েল সংঘাতে জি-৭ নেতাদের বিবৃতি: ইসরায়েলের পক্ষে অবস্থান, ইরানকে ‘সন্ত্রাসের উৎস’ আখ্যা ◈ ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ২১ মুসলিম দেশ ◈ ভয়াবহ যুদ্ধের ই‌ঙ্গিত দি‌য়ে  ইরা‌নের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প ◈ ইসরায়েল ইরানে পরমাণু বোমা ফেললেই, পাকিস্তান পরমাণু হামলা চালাবে নেতানিয়াহুর দেশে, এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ? ◈ দেখা হলে সাকিবকে  জিজ্ঞাসা করবো কেন আমার বিরু‌দ্ধে ভুল তথ্য দি‌য়ে‌ছি‌লেন : তা‌মিম ইকবাল ◈ টাইমড আউট নি‌য়ে বাংলাদেশের উপর আর ক্ষোভ নেই ম্যাথুসের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার পর নির্বাচন দিন: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার পর নির্বাচন দিন। অন্যথায় জনগণ নির্বাচন মানবে না। অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমার মধ্যেই সব সংস্কার শেষ করুন। জুলাই গণহত্যার বিচার করুন। তাহলে জনগণ নির্বাচন মেনে নেবে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০১৪, ২০১৮, ২০২৪ এর মত প্রহসনের নির্বাচন দেশের জনগণ চায় না। জনগণের চাহিদানুযায়ী একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন দিলে জনগণ আপনাদের পাশে থাকবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, জামায়াতে ইসলামী সে প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে। বিগত ১৫ বছরে শেখ হাসিনা ও তার সঙ্গীরা আমাদেরকে রক্তের সাগরে ভাসিয়ে গুম ও খুন করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীদের কারাগারে নির্দয়ভাবে আটকে রেখেছে। শাপলা চত্বরের খুনি, বিডিআরের খুনি ও সাঈদী সাহেবের খুনিদেরকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নির্বাচনের আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

এক কথায় প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হতে পারে না উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিন, সে নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে। 

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, উপজেলা মজলিসে শূরা সদস্য নুরে আলম মিয়াজী, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী এয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, অধ্যাপক আবদুল কাদের, মাওলানা আবুল হাশেম, মো. সাহাব উদ্দিন, মাওলানা হাসান মজুমদার, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মহসিন কবির, ব্যবসায়ী নেতা সৈয়দ একরামুল হক হারুন, শাহনেওয়াজ কাজল, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, উপজেলা সদর শিবির সভাপতি মোজাম্মেল হক, উত্তর শাখা শিবিরের সভাপতি মাসুম মিয়াজী। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আগত জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে পথসভা জনসভায় রূপ নেয়। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়