শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পালিয়ে বাংলাদেশকে ‘উগ্রপন্থীদের নতুন ঘাঁটি’ বলে নওফেলের অপপ্রচার

দ্য হিন্দু : ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্টে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের নির্বাসিত সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাংলাদেশ যেন বিশ্বজুড়ে ইসলামিক উগ্রপন্থীদের জন্য একটি নতুন ঘাঁটি না হয়ে ওঠে।

আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী এবং জুলাই-আগস্ট আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্বে থাকা নওফেল দ্য হিন্দু-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের বিশেষ করে পশ্চিম এশিয়ার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়।’

সাবেক শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যেন ইসলামিক উগ্রপন্থীদের নতুন ঘাঁটি না হয়, যেমন গত এক দশকে সিরিয়া এবং ইরাক ছিল।’

তিনি হিযবুত তাহরির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রসারণ নিয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, ‘এসব গোষ্ঠীকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয় কারণ তারা শুধু এই অঞ্চলেই নয়, আন্তর্জাতিক ব্যবস্থাকেও প্রভাবিত করার সক্ষমতা রাখে।’

নওফেল নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য অভিযুক্ত করে বলেন, ‘উগ্রপন্থী এবং জঙ্গিদের আক্রমণ থেকে সংখ্যালঘু, প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ জনসাধারণকে রক্ষা করতে তার সম্পূর্ণ ব্যর্থতা তাকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করেছে। ড. ইউনূসের কোনো বৈধতা নেই। তিনি বাংলাদেশের আদর্শিক ভিত্তি, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদকে ঘৃণা করেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়