মনজুর এ আজিজ: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আকিজ বশির গ্রুপ। সোমবার (৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে যাত্রা শুরু করে ব্যবসায়িক গ্রুপটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন এবং চেয়ারম্যান মনোয়ারা বেগমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে শেখ বশির উদ্দিন বলেন, আমার বাবা, শেখ আকিজ উদ্দিন ছিলেন দৃঢ়, অদম্য এবং দারুণ অধ্যবসায়ী একজন মানুষ। বাবার দেখানো পথ এবং আদর্শ নিয়েই শুরু হলো আমাদের এই নতুন যাত্রা। আমার বিশ্বাস, আগামীকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াসে নিরলস কাজ করে যাবে আকিজ বশির গ্রুপ।
আকিজ বশির গ্রুপের অধীনে রয়েছে- আন্তর্জাতিক মানের সিরামিকস, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার, পার্টিক্যাল বোর্ড, বিওপিপি, সিওপিপি ও পিইটিটি ফিল্ম, জুট ইন্ডাস্ট্রি, স্টিল, চা এবং মালয়শিয়াতে এমডিএফ ও এইচডিএফ ফ্লোরিং ইন্ডাস্ট্রি।
এমএএ/এসএ
আপনার মতামত লিখুন :