শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২২, ১২:৫৩ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২২, ১২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন রোকন উদ্দিন মুহাম্মদ আল মামুন

নিউজ ডেস্ক  : গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন বিশিষ্ট ব্যাংকার, লায়ন্স ক্লাব অব  কক্সবাজার ফ্রিডম ক্লাবের সম্মানিত Charter President  রোকন উদ্দিন মুহাম্মদ আল মামুন। 

থাইল্যান্ডের রয়্যাল আর্মি ক্লাব ব্যাংককে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত হলো 'গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড -২০২২' ।  ২৪ জুন ব্যাংককের রয়্যাল থাই আর্মি ক্লাবের বলরুমে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট আয়োজিত দুই দিনব্যাপী এই সামিটের উদ্বোধনী দিনে  রোকনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। 

বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত ১৫ হাজার মানুষের কল্যাণে ত্রান-সাহায্য বিতরণ, বন্যায় আক্রান্ত মানুষের কল্যাণে খাবার বিতরন, চিকিৎসা সামগ্রী বিতরন,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা প্রদান সহ সামাজিক ও জনসচেতনতা সৃষ্টিতে যুব সমাজকে অন্তর্ভুক্ত করে জাতীয় অগ্রগতিতে অবদান রাখেন রোকন উদ্দিন মুহাম্মদ আল মামুন। সেই বিশাল যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে রোকন উদ্দিন মুহাম্মদ আল মামুন । 

বিশ্বের ১০০ দেশের সমন্বয়ে গঠিত গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের মধ্যে এবার সামিটে অংশ নেয় বিশ্বের ৩৩ দেশ।

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে থাইল্যান্ডের শিক্ষা উপমন্ত্রী কালায়া সফনপানিচ, ইউনাইটেড পিস কিপার্স ফেডারেল কাউন্সিলের প্রেসিডেন্ট আফিনিতা চাই চানা ও ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়