শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০৮:১৭ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৪, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশুরহাটে ইউটিউবার ও টিকটকারের উৎপাতে অতিষ্ঠ ক্রেতা-বিক্রেতারা 

ইমন হোসেন: [২] কোরবানির পশু কিনে বের হতেই ইউটিউবারদের কবলে পড়তে হচ্ছে ক্রেতাদের। হাসিল দেখাবেন নাকি ইউটিউবারদের প্রশ্নের জবাব দেবেন- তা নিয়েই বিড়ম্বনা। এ বছর রাজধানীর কোরবানির পশুর হাটে ইউটিউবার ও টিকটকারদের আনাগোনা কয়েক গুণ বেড়েছে বলে জানান পশু ব্যবসায়ী ও হাট পরিচালনাকারীরা।  

[৩] ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ, অনিচ্ছা সত্ত্বেও এসব ভিডিওতে অংশ নিতে হচ্ছে তাদের। আর ইউটিউবারদের দাবি, হাটের পরিস্থিতি ও পশুর প্রকৃত দাম জানাতেই তারা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। দর্শকরা কোরবানির পশু কিনতে হাটে আসার আগে এসব ভিডিও দেখে বাজারের পরিস্থিতি জানতে পারেন। (সমকাল ১৫-০৬-২০২৪)

[৪] পশুর হাটে ভোগান্তি পোহাতে হচ্ছে গণমাধ্যমকর্মীদেরও। ইউটিউবারদের কারণে প্রতিবেদকদের সঙ্গে ঠিকমতো কথা বলতে চান না হাটের ক্রেতা-বিক্রেতারা।

[৫] গাবতলী পশুর হাটে দেখা যায়, লুঙ্গি পরে পশুর সামনে কয়েক যুবক মোবাইল দিয়ে টিকটকের ভিডিও বানাচ্ছেন। তারা বলেন, ‘এমন ভিডিও মানুষ বেশি খায়। তাই গরুর সাথে কিছু ফানি ভিডিও বানাচ্ছি।’ (টেকজুম ডটটিভি) 

[৬] এসব ইউটিউবার ও টিকটকারের প্রলোভনে বিভিন্ন মডেল ও পরিচিত ব্যক্তিদের নামে পশুর নামকরণ করছেন অনেকে। ‘পরিমনি’, ‘শাকিব খান’, ‘জায়েদ খান’,প্রিন্স মামুন ‘নেইমার’সহ নানা নাম দিয়ে তারা কোরবানির পশুর অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন বলে জানা যায়। আবার অনেকে মালিকের চাওয়া দামের চেয়েও কম দাম জানিয়ে ভিডিও তৈরি করেন। মূলত ভিডিওর ভিউ বাড়াতে ইউটিউবার ও টিকটকাররা এমন অযাচিত কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ করেন অনেকে। (বাংলা ট্রিবিউন ১৫-০৬-২০২৪)

[৭] এ ব্যাপারে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হাট পরিচালনাকারী সদস্য সাইফুর রহমান বলেন, হাটের স্বেচ্ছাসেবকদের বলা আছে, ইউটিউবার ও টিকটকাররা সমস্যা সৃষ্টি করলে তাদের হাট থেকে বের করে দেয়া হবে। আমরা হাটে প্রবেশ ও বের হওয়ার রাস্তা ক্লিয়ার রাখছি, যাতে ক্রেতা-বিক্রেতাদের কোনো বিড়ম্বনা না হয়। (ঢাকা ট্রিবিউন ০৮-০৬-২০২৪)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

ইএইচ/এসবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়