শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০৮:১৭ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৪, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশুরহাটে ইউটিউবার ও টিকটকারের উৎপাতে অতিষ্ঠ ক্রেতা-বিক্রেতারা 

ইমন হোসেন: [২] কোরবানির পশু কিনে বের হতেই ইউটিউবারদের কবলে পড়তে হচ্ছে ক্রেতাদের। হাসিল দেখাবেন নাকি ইউটিউবারদের প্রশ্নের জবাব দেবেন- তা নিয়েই বিড়ম্বনা। এ বছর রাজধানীর কোরবানির পশুর হাটে ইউটিউবার ও টিকটকারদের আনাগোনা কয়েক গুণ বেড়েছে বলে জানান পশু ব্যবসায়ী ও হাট পরিচালনাকারীরা।  

[৩] ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ, অনিচ্ছা সত্ত্বেও এসব ভিডিওতে অংশ নিতে হচ্ছে তাদের। আর ইউটিউবারদের দাবি, হাটের পরিস্থিতি ও পশুর প্রকৃত দাম জানাতেই তারা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। দর্শকরা কোরবানির পশু কিনতে হাটে আসার আগে এসব ভিডিও দেখে বাজারের পরিস্থিতি জানতে পারেন। (সমকাল ১৫-০৬-২০২৪)

[৪] পশুর হাটে ভোগান্তি পোহাতে হচ্ছে গণমাধ্যমকর্মীদেরও। ইউটিউবারদের কারণে প্রতিবেদকদের সঙ্গে ঠিকমতো কথা বলতে চান না হাটের ক্রেতা-বিক্রেতারা।

[৫] গাবতলী পশুর হাটে দেখা যায়, লুঙ্গি পরে পশুর সামনে কয়েক যুবক মোবাইল দিয়ে টিকটকের ভিডিও বানাচ্ছেন। তারা বলেন, ‘এমন ভিডিও মানুষ বেশি খায়। তাই গরুর সাথে কিছু ফানি ভিডিও বানাচ্ছি।’ (টেকজুম ডটটিভি) 

[৬] এসব ইউটিউবার ও টিকটকারের প্রলোভনে বিভিন্ন মডেল ও পরিচিত ব্যক্তিদের নামে পশুর নামকরণ করছেন অনেকে। ‘পরিমনি’, ‘শাকিব খান’, ‘জায়েদ খান’,প্রিন্স মামুন ‘নেইমার’সহ নানা নাম দিয়ে তারা কোরবানির পশুর অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন বলে জানা যায়। আবার অনেকে মালিকের চাওয়া দামের চেয়েও কম দাম জানিয়ে ভিডিও তৈরি করেন। মূলত ভিডিওর ভিউ বাড়াতে ইউটিউবার ও টিকটকাররা এমন অযাচিত কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ করেন অনেকে। (বাংলা ট্রিবিউন ১৫-০৬-২০২৪)

[৭] এ ব্যাপারে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হাট পরিচালনাকারী সদস্য সাইফুর রহমান বলেন, হাটের স্বেচ্ছাসেবকদের বলা আছে, ইউটিউবার ও টিকটকাররা সমস্যা সৃষ্টি করলে তাদের হাট থেকে বের করে দেয়া হবে। আমরা হাটে প্রবেশ ও বের হওয়ার রাস্তা ক্লিয়ার রাখছি, যাতে ক্রেতা-বিক্রেতাদের কোনো বিড়ম্বনা না হয়। (ঢাকা ট্রিবিউন ০৮-০৬-২০২৪)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

ইএইচ/এসবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়