শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ জুন, ২০২২, ০২:৫১ রাত
আপডেট : ২৮ জুন, ২০২২, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে দামি বালিশের দাম কত (ভিডিও)

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: কথায় আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। অবশ্য লাখ টাকার স্বপ্ন দেখতে ছেঁড়া কাঁথার কথা বলা হলেও বালিশের ব্যাপারে কিছু বলা হয়নি। তবে সম্প্রতি আলোচনায় এসেছে অর্ধকোটি টাকা দামে এক বালিশ। যেই বালিশ মাথায় দিলে ঘুমপাড়ানি মাসিপিসিদের আর ডাকতে হবে না। শান্তির ঘুম চোখে নেমে আসবে এমনিতেই।

বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি বালিশ ‘টেলরমেড পিলো’র কথা। বালিশের দাম বাংলাদেশি মুদ্রায় ৫৩ লাখেরও বেশি।

অবশ্য হেজিপেঁজি কেউ এই বালিশ বানাননি। বালিশে মাথা নিয়ে মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারেন এজন্য অনেক গবেষণার পর বিশেষ এই বালিশ বানিয়েছেন নেদারল্যান্ডসের ফিজিওথেরাপিস্ট থিজস ভ্যান ডের হিলস্ট।

ওই ফিজিওথেরাপিস্ট জানান, একটানা ১৫ বছরের গবেষণার ফল বিশ্বের সবচেয়ে দামি এই বালিশ। এই বালিশে মাথায় দিয়ে ঘুমালে একাধিক শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি মিলবে। বিশেষত যারা ইনসোমনিয়া বা অনিদ্রা রোগে ভোগেন তাদের জন্য ভীষণ কার্যকর এই বালিশ। 

জানা গেছে, বিশ্ব বিখ্যাত মিশরের তুলা রয়েছে বালিশে। এই তুলা হাতে নয়, বিশেষ ধরনের রোবোটিক মেশিনে উৎপাদিত। এছাড়া ব্যবহার করা হয়েছে মালবেরি সিল্কের কাপড় এবং নন টক্সিক ডাচ ফোম। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, এসবে কী আর একটা বালিশের এতো দাম হয়?

আসলে দামি তুলা, সিল্ক, ফোমের পাশাপাশি মণিমুক্ত দিয়ে সাজানো রাজকীয় এই বালিশ। ২৪ ক্যারেট সোনা রয়েছে বালিশটিতে। এছাড়াও আছে হীরা, চুনি ও নীলকান্তমণির মতো মূল্যবান রত্ম। আসলে আরামের সঙ্গে, শরীর বিজ্ঞানকে ব্যবহার করার পাশাপাশি বালিশটিকে অপূর্ব করে সাজানো হয়েছে। তাই দামও পৌঁছেছে সাধারণ মানুষের নাগালের বাইরে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়