আব্দুল হাই সঞ্জু: আমেরিকার ভিসা রেস্ট্রিকশনের খবরকে এখন বিএনপির নেতাকর্মীরা তাদের আন্দোলনের ফসল হিসাবে ধরে নিয়ে কি আবারও ঘরে ফিরে যাবেন? ঘরে গিয়ে তাঁরা আরেকবার নিউজ পড়ার পর বুঝবেন, এই ভিসা রেস্ট্রিকশন এখন কার্যকর হবে না। নির্বাচনের পরের দিনও হবে না। সাধারণ নির্বাচনের অনেকদিন পরে কার্যকর হবে।
নির্বাচন হওয়ার আগে আমেরিকা কীভাবে জানবে নির্বাচনে কারচুপি হয়েছে কিনা এবং হলে কারা জড়িত ছিলো? যারা ব্যাংকের টাকা মেরে দিয়ে ঋণখেলাপি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে তাঁরা বলেন, ‘পরেরটা পরে হবে, আগে খাইয়া লই’, নির্বাচনও ঠিক এভাবেই হবে। শেখ হাসিনা নির্দেশ দেবেন। ‘আগে জিতেনে, পরেরটা পরে দেখা যাবে’, একবার জিততে পারলে আরও পাঁচ বছর..., দুই বছর ঠেলাধাক্কা দিয়ে পার করতে পারলে পরিস্থিতি বদলাতেও পারে। লন্ডন।
আপনার মতামত লিখুন :