শিরোনাম
◈ জামায়াতের ৭ দফা বাস্তবায়নে ‘আরেকটি বিপ্লব’ এর আহ্বান সাদিক কায়েমের ◈ নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম ◈  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা ◈ প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: প্রেস সচিব ◈ ভালো মানুষ না হলে কখনোই দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ২২ ম‌্যা‌চের তিন‌টি জি‌তে‌ছে বাংলা‌দেশ ◈ উটের চোখের পানিতে যেভাবে নিষ্ক্রিয় ২৬টি সাপের বিষ! (ভিডিও) ◈ চিকিৎসার অভাবে মারা গেলেন তেলেগু অভিনেতা ফিশ ভেঙ্কট, খরচ তুলতে গিয়ে পরিবার পড়েছিল প্রতারণার ফাঁদে! ◈ বাংলাদেশে আটক ৩৪ জেলের মুক্তির অনুরোধ ভারতের

প্রকাশিত : ২১ মে, ২০২৩, ০৩:২৮ রাত
আপডেট : ২১ মে, ২০২৩, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালনের গান বা কবিতার বুদ্ধি সমস্যা 

ব্রাত্য রাইসু

ব্রাত্য রাইসু: বাঙালি কবি, বুদ্ধিজীবী, ধর্মগুরু, সাধক ও সংস্কারক ফকির লালন শাহ (১৭৭৪-১৮৯০) এর কবিতা। অর্থাৎ গানের বাণী বুদ্ধিনির্ভর, তাই কিছুটা সমস্যা তৈরি করে। যেমন গানের কথাগুলোরে আপনি যদি কবিতা হিসাবে ধরেন, তবে কিছু অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতার সামনে পড়বেন। কিছু রহস্যপূর্ণ বিষয় ও ভাবের অবতারণা পাইবেন, যা ধাঁধাঁ তৈরি করবে আপনার মধ্যে। কিন্তু কী সেই ধাঁধাঁর উত্তর সে জানা তো দূরের বিষয়, ধাঁধাঁর মধ্যে প্রশ্নটা যে কী তাই আপনার বোঝা হবে না। সুরের মায়াজাল আপনার কবিতার উপলব্ধিকে যতটুকু সাপোর্ট দিবে এই কবিতাগুলো ততোটুকুই বোধ তৈরি করবে আপনার মধ্যে। খণ্ড খণ্ড বোধ, খণ্ড খণ্ড সত্যের ইঙ্গিত। এবং লাইফ স্টাইল মোটিভেশন ও উপদেশাবলি।

আর যদি আপনি বুদ্ধিগত বিবেচনায় যান, কবিতাগুলোকে পদ্য ধইরা এর আইডিয়া বা বুদ্ধিগত কারিকুরি বুঝতে চান, তাইলেও আপনি ফেইল করবেন। কারণ যেই দেহবাদী গোত্রের প্রতি এই সমস্ত গানের বাণী নিবেদিত তাদের কাছে এর যেই বুদ্ধিগত ব্যাখ্যা জমা আছে, সেইটাই কবিতাগুলোর চূড়ান্ত বা ফিক্সড ব্যাখ্যা। কবিতা যেমন অসীম অর্থ উৎপাদন করতে পারে ভোক্তা অনুসারে, লালনের গানে তা নিষেধ। এগুলো বরং অসীম অনর্থ তৈরি করতে সক্ষম। যদি না আপনি লালনের ঘরের লোকদের দ্বারস্থ হন। 

লালনের দেহবাদী ভোক্তারাই তার গানের আসল তফসিরকারী। তাদের কৃত অর্থই আপনার খাইতে হবে। তার আগে সবই না-অর্থ। এইটাই লালনের গানের বড় সমস্যা। ‘শুনতে মধুর, তবে বুঝতে নাই’ সমস্যা। এমনিতে যা আপনি বুঝবেন না তা থিকাও আধ্যাত্মিক পরিপূর্ণতা ও আনন্দ পাইতে পারেন। সে আনন্দ লালনে বিস্তর। লেখক: কবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়