শিরোনাম
◈ মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন (ভিডিও) ◈ অক্টোবরেও ঊর্ধ্বমুখী  রেমিট্যান্সের গতি ◈ বাতিল হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প  ◈ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ◈ ‘আমি কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নিই’: (ভিডিও) ◈ ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে যা বলেছিলেন সুপ্রিম কোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল (ভিডিও) ◈ শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি অসত্য বলেননি: মানবজমিন সম্পাদক (ভিডিও) ◈ দিল্লি থেকে মীরাটের সেনানিবাসে শেখ হাসিনা?

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ১২:৫৯ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাইল, ডাইল ও গাইলের স্বাধীনতা চাই!

আরিফ জেবতিক

আরিফ জেবতিক: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের ‘দুর্ভিক্ষের থিওরি’ একটি বহুল আলোচিত বিষয়। অর্মত্য সেন জোর দিয়ে বলেছেন যে গণতন্ত্রের অভাব এবং দুর্ভিক্ষ পারস্পরিক সম্পর্কিত। গণতন্ত্রহীনতা দুর্ভিক্ষকে বিস্তার করে। বিশেষ করে মুক্ত গণমাধ্যম একটি দেশের দুর্ভিক্ষ প্রতিরোধে শক্ত ভূমিকা রাখে বলে অর্মত্য সেন যুক্তি দিয়েছেন। ‘Democracy as a Universal Value’ নামের আলোচ্য লেখাটিতে তিনি বলছেন, ‘Famines are easy to prevent if there is a serious effort to do so, and a democratic government, facing elections and criticisms from opposition parties and independent newspapers, cannot help but make such an effort. Not surprisingly, while India continued to have famines under British rule right up to independence, they disappeared suddenly with the establishment of a multiparty democracy and a free press. যাক, থিওরির আলাপ বাদ দেই। প্রথম আলোর আলোচিত রিপোর্টটি এমন কোনো আহামরি কিছু ছিলো না যে সরকারের চেয়ারের কোনো স্ক্রু, নাটবল্টু খুলে পড়ে যাবে। 

সোশাল মিডিয়ার যুগে এই খবরগুলোর বিশ্বাসযোগ্যতা জনগণ চ্যালেঞ্জও করে। বিষয়টা এতোটুকুতেই সীমাবদ্ধ রাখতে হবে। কিন্তু প্রথম আলোর স্থানীয় সংবাদাতা শামসুজ্জামান, যিনি এই রিপোর্টটি করেছেন, তাঁকে সরকারি সংস্থা সিআইডির পরিচয়ে বড় একটা গ্রুপ এসে তুলে নিয়ে গেছে। আটকের সময় সেখানে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু মণ্ডলকে দেখা গেছে, কিন্তু এখন সরকারের বড় বড় পদধারীরা বলছেন, তাঁরা এই তুলে নেওয়ার বিষয়ে কিছুই জানেন না। এই যে মাইক্রো ম্যানেজমেন্ট ত্রাস তৈরি করে সবাইকে চুপ করিয়ে দেওয়ার রাষ্ট্রীয় আয়োজন, এর চাইতে জঘন্য কিছু হতে পারে না। শামসুজ্জামানের মুক্তি চাই। হ্যাঁ, আমরা চাইল-ডাইলের সঙ্গে গাইলেরও স্বাধীনতা চাই। জনগণের গাইল, ভুল হোক কী শুদ্ধ হোক, সেই গালাগালি, সমালোচনা গ্রহণ করার সামর্থ্য সরকারের থাকতে হবে। দুই কলামের একটা ছোট্ট কোটেশনের খবর দেখলেই যদি হাটু কাঁপাকাঁপি শুরু হয়, তাহলে সরকারের উচিত হবে ডাক্তার দেখানো, সরকার চালানো না। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়