শওগাত আলী সাগর: কানাডা-আমেরিকায় ‘স্পেশাল ইনভেস্টিগেশনস ইউনিট’ নামে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর বিশেষ একটি বিভাগ আছে। আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের জবরদস্তির অভিযোগ উঠলে এই বিভাগ স্বয়ংক্রিয়ভাবে তদন্তের দায়িত্ব পেয়ে যায়। ধরুন, পুলিশ কোথাও অপারেশনে গেলো, সেখানে প্রতিপক্ষের সঙ্গে শক্তি প্রয়োগের ঘটনা ঘটলো-সঙ্গে সঙ্গে সেটি তদন্তের দায়িত্ব পরবে, স্পেশাল ইনভেস্টিগেশনস ইউনিটের উপর। অনেক সময় পুলিশ নিজেই তাদের তদন্তের অনুরোধ জানায়, অনেক সময় তারা নিজেরাই তদন্তের সিদ্ধান্ত নেয়। এই বিভাগ কাজ করে সম্পূর্ণ স্বাধীনভাবে।
বাংলাদেশে ‘স্পেশাল ইনভেস্টিগেশনস ইউনিট’ এর মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন স্বাধীন স্বতন্ত্র একটি ইউনিট থাকা দরকার, যাদের কাজ হবে পুলিশ, র্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার তদন্ত করা। র্যাব, পুলিশ কোথাও জবরদস্তি করলে কিংবা তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উঠলে এই সংস্থা স্বয়ংক্রিয়ভাবে তদন্তের দায়িত্ব পাবে। বাংলাদেশের জন্য এই অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক
আপনার মতামত লিখুন :