শওগাত আলী সাগর: আরাভ খান এখন ঢাকাই মিডিয়ার ‘ব্লু আইড বয়’। আরাভের নানা উপাখ্যান শোনাতে ব্যস্ত প্রায় সব মিডিয়া। এইসব উপাখ্যানের কতোটা গালগল্প, কতোটা ব্রিফড স্ক্রিপ্টেড, কতোটা যাচাই বাছাই করে প্রমানিত তথ্য তা বোঝা মুশকিল। আরাভ খানÑ নায়ক, নাকি খল নায়ক? মিডিয়ার রিপোর্ট থেকে ঠিক অনুমান করা কঠিন।
আচ্ছা, আরাভ খানের ব্যাপারে দুবাই কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ কি কেউ করেছেন? বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠান? মিডিয়া কি স্বাধীনভাবে দুবাই থেকে কোনো তথ্য সংগ্রহের চেষ্টা করেছে? গালগল্প নয়, কর্তৃপক্ষীয় সূত্রে?
আরাভ খানকে নিয়ে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত কি আছে? ‘নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কোনো সূত্রের’ ব্রিফিং নয়, সরকারি কোনো ভাষ্য? ওই যে ‘পুলিশের কোনো এক ঊর্ধ্বতন কর্মকর্তার’ কথা বলা হলো, তাকে চিহ্নিত করার কোনো অগ্রগতি আছে কি কোথাও? লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক
আপনার মতামত লিখুন :