শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০১:৪৩ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইমোশনাল ফ্লাকচুুয়েশন’ এবং ‘মন বেচারা’!

ফড়িং ক্যামেলিয়া

ফড়িং ক্যামেলিয়া: ‘ইমোশনাল ফ্লাকচুুয়েশন’ টার্ম এর সঙ্গে কি আপনার পরিচয় আছে? এই যে মেয়েদের পিরিয়ডের সময় মুডসুইং হয়, মানে এই রাগ, এই হাসি, এই কান্না, হুট-হাট ইমোশন বদলে যাওয়া ব্যাপারটাই ‘ইমোশনাল ফ্লাকচুয়েশন’। আজকের লেখার প্রসঙ্গ মোটেও, মুড সুইং না। আজকের লেখার প্রসঙ্গ হল, আমরা প্রতি সেকেন্ডে কিভাবে ইমোশনাল ফ্লাকচুয়েশনের আঘাতে, নিজেদের সব চেয়ে জরুরী আবেগগুলো ক্ষয় করে, নিঃস্ব হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার কখনো মনে হয়েছে, আজকাল মানুষের দুঃখ, কষ্ট, কিংবা মৃত্যু দেখলে আপনার ভেতরে কেন কোন তীব্র শোক কাজ করে না? কেন আপনার শোকের আয়ু ক্রমান্বয়ে কমে কমে তলানিতে এসে ঠেকেছে? কিংবা কেন আপনি তীব্র আনন্দ অনুভব করতে পারেন না। হতাশ হয়ে যাচ্ছেন? উত্তর দিচ্ছি। 

তার আগে মনে করে দেখুন তো আজকে আপনার ফেইসবুক ওয়ালে কি কি দেখেছেন, কি কি পোষ্ট করেছে আপনার বন্ধুরা? ধরে নেই, এক ফ্রেন্ড পোষ্ট করেছে কোন মিমস, আপনি দেখে হাসলেন, তারপর স্ক্রল করে নিচে নামতেই দেখতে পেলেন, আর এক ফ্রেন্ড পোষ্ট করেছে, বাজারে সব কিছুর আগুন দাম। দেখেই আপনার রাগ হল, ঠিক তার নিচেই আর এক ফ্রেন্ড পোষ্ট করেছে কোন নায়িকা/নায়কের আবেদনময় ছবি। দেখার সঙ্গে সঙ্গে মনে মনে রোম্যান্টিক হলেন। ঠিক তার নিচেই দেখলেন আপনার কোন বন্ধুর বাবা মারা গেছে। এখন আপনার ভেতরে দুঃখ বোধ হল,  কিন্তু তার নিচেই দেখলেন আর এক ফ্রেন্ড হিরো আলমের কোন গান শেয়ার করেছে, দেখেই আপনি হেসে ফেললেন। এবার ভাবুন, মাত্র ৩০ সেকেন্ডে আপনি কতগুলা ইমোশনের মধ্য দিয়ে গেছেন। শোক এর অনুভূতি আপনার ব্রেনে প্রসেস হবার আগেই, আপনার ব্রেন আনন্দের অনুভূতি প্রসেস করে ফেলেছে। আবার সেই আনন্দের আয়ু কিন্তু দীর্ঘ না। 

তার পরেই আপনি যখন সাকিব আল হাসানের পারফর্মেন্স খারাপ দেখবেন, আপনি রেগে যাবেন। এই যে প্রতি নিয়ত আপনি ইমোশনাল ফ্লাকচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন, এর ফলে আপনার ইমোশনাল ড্যামেজ হচ্ছে। শুধু শোক না, অন্যান্য ইমোশনগুলোও তার অনুভবের তীব্রতা হারাচ্ছে। আড্ডায় বসে আপনি খুশি হলেও সেটা ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে। কারও দুঃখে সামিল হতে পারছেন না। প্রেম হয়ে যাচ্ছে ফিকে। কোন কিছুর প্রতি আগ্রহ ধরে রাখা যাচ্ছে না। দিন শেষে সব কিছু শূন্য মনে হচ্ছে। হতাশ হয়ে যাচ্ছেন। আমাদের শরীরে যেমন একই সঙ্গে ঠাণ্ডা, গরম, আর্দ্রতা ইত্যাদি আবহাওয়া সহ্য করতে পারে না। কোন না কোন রোগ বাসা বাঁধে, ঠিক তেমন, ‘মন বেচারাও’ হুট-হাট অনুভূতি বদলের এই প্রেশার নিতে পারে না। ইমোশনের যত্ন না নিলে তারা একদিন মরে যায়, হারিয়ে যায়, ফুরিয়ে যায়। পড়ে থাকবে শুধুই শূন্যতা। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়