শিরোনাম

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৪৫ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংরেজি সিম্পল বনাম কমপ্লেক্স সেন্টেন্স

 মাসুদ রানা

মাসুদ রানা: একটি ইংরেজি বাক্য সিম্পল (Simple) না কমপ্লেক্স (Complex) তা নির্ভর করে বাক্যের অন্তর্গত ক্লজের (Clause) প্রকার ও সংখ্যার ওপর। সিম্পল সেণ্টেন্স গঠিত হয় পূর্ণ ভাব প্রকাশে সক্ষম এমন একটি মাত্র  ইণ্ডিপেণ্ডেণ্ট বা মেইন  ক্লজ দিয়ে। অন্যদিকে, একটি কমপ্লেক্স সেণ্টেন্স গঠিত হয় একটি ইণ্ডিপেণ্ডেণ্ট বা মেইন ক্লজ ও একটি ডিপেণ্ডেণ্ট বা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে। (১) He, the most brilliant among us, loves her passionately against all odds of the world.
উপরের বাক্যটি দৃশ্যতঃ জটিল হলেও, গঠনতান্ত্রিকভাবে এটি একটি সিম্পল সেণ্টেন্স। কারণ, এটি একটি মাত্র ক্লজ নিয়ে গঠিত, যার সাবজেন্ট He এবং ভার্ব loves. (২) She says he loves her  দ্বিতীয় বাক্যটি দৃশ্যতঃ সরল হলেও, ইংরেজি গ্রামার অনুসারে এটি একটি কমপ্লেক্স সেণ্টেন্স। কারণ, এটি একটি মেইন ক্লজ R (he loves her) ও একটি সাবঅর্ডিনেট ক্লজ (She says)  নিয়ে গঠিত । প্রথম ক্লজে সাবজেক্ট She ও ভার্ব say  এবং দ্বিতীয় ক্লজে সাবজেক্ট যব ও ভার্ব loves. সঠিকভাবে ইংরেজি পাঠ বুঝতে পারা ও লিখতে পারার জন্যে ক্লজের প্রকারভেদ ও ব্যবহার জানাটা অপরিহার্য! ০২/০২/২০২৩। লণ্ডন, ইংল্যাণ্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়