শিরোনাম
◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল ◈ দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি ◈ নারী অধিকার কর্মীদের প্রতি ‘কোমল’ মনোভাব দেখানোর জন্যে ১০ বিচারপতিকে মৃত্যুদণ্ড সৌদি সরকারের ◈ ছুটির দিনে আজ যে কারণে ব্যাংক খোলা ◈ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি ◈ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে  সকলকে ভূমিকা রাখতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৪৩ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০০০ বছরেরও আগে ডারউইনের বিবর্তনবাদের কথা বলেছিলেন যে  যুবক

দেবদুলাল মুন্না 

দেবদুলাল মুন্না: [১] ইসলামি স্কলারের নাম আল-জাহিজ। আসল নাম, আবু উসমান আমর বাহার আলকানানি আল-বাসরি। জন্ম ইরাকের বসরায়। বয়স যখন চল্লিশ তখন তিনি এক পাহাড়ে হাঁটছিলেন আর ভাবছিলেন আদম থেকে তিনি যে এই দুনিয়ায় এলেন এটা কীভাবে? রাতে বাসায় ফিরে মনে হলো, আদম তো প্রেমিক ছিলেন। না হলে এতো বান্দা কীভাবে জন্ম নিতো? 

[২] এর ছয় মাসের ভেতর তিনি কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেন। মুতাজিলাহ আন্দোলনের সময়। সময় ৮১২ সালে। এরপর তিনি বই লেখেন, নাম ‘আল-হায়ওয়ান’। পরে ইংরেজিতে অনুদিত হয়। নাম, ‘দ্য বুক অফ অ্যানিমেলস’ সাত খন্ড। গুগলে খোঁজ নিলে পাবেন। পিডিএফ আকারে। সেই বইয়ে তিনি বললেন, প্রাণিরা সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে কীভাবে পরিবর্তিত হয়েছে। ন্যাচারাল সিলেকশন পদ্ধতিতে। ফলে তার পরিণতি ভালো হলো না। দেশ ছাড়া করা হলো। যদিও তিনি নিজেকে খাটি মুসলমান ভাবতেন। বুড়া বয়সে পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হয়ে বাসায় ফেরার পর মাথার ওপর বই পড়ে মারা গেলেন। 

[৩] এরপর ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তনবাদের তত্ত্ব। অন দ্য অরিজিন অফ স্পেসিস বইতেও অভিযোজনের ফলে এক প্রাণির ভিন্ন প্রাণিতে চেঞ্জের কথা বলেন। [৪] ডারউইনেরও পরিণতি ভালো হয়নি। তাকেও নির্বাসিত হতে হয়েছিলো এবং বইয়ের র‌্যাক থেকে একটা বই খুঁজতে গিয়ে পা পিছলে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে নিলে তিনদিন পর মারা যান। [৫] আল-জাহিজ তাঁর বইতে যা যা বলেছিলেন সেসবই ডারউইনে সুচারুভাবে আছে। প্রশ্ন এতো চিন্তারও মারা যাওয়ায় মিল কীভাবে হলো দু’জনের? [৬] নোয়াহ হারিরি। সাপিয়েন্সের লেখক। আমাদের দেশে তাঁর বই ব্যাপক জনপ্রিয়। এ বই বহুল পঠিত। তিনিও তাদের পথেই হেঁটেছেন। [৭] বিবর্তনবাদ কি খারাপ কিছু? লেখক: সিনিয়র সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়