শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:৩৭ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছবি দারুণভাবেই কথা বলে

মারুফ কামাল খান

মারুফ কামাল খান (ফেসবুক): ছবি কথা বলে। অনেক কথা বলে। দারুণভাবেই কথা বলে। অনেক সময় হাজারটা বাক্য লিখেও যে কথা বলা হয়না, যে ভাব প্রকাশ করা যায় না, মাত্র একটি আলোকচিত্রে তার চেয়ে বেশি কথা বলা, বেশি ভাব প্রকাশ করা যায়। কারো একটি মুখচ্ছবিতেই অনুক্ত ও অব্যক্ত অনেক কথা, অনেক অনুভূতি প্রকাশিত হয়ে যায় এক নিমিষেই। প্রতিটি ফটোই এক-একটি 'স্টেটমেন্ট', এক-একটি বিবরণ, এক-একটি ব্যাখ্যা। এর ভাব সম্প্রসারণ করতে গেলে অনেক অনেক কথাই বলতে হয়।

আমি নিজে ফেসবুকে নিজস্ব ভাবনা থেকেই এক-একটি ছবি আপ্লোড করি। প্রতিটি ছবিরই একটি কমবেশি বক্তব্য থাকে। থাকে আমার অনুভূতি ও অনুভবের প্রকাশ। প্রতিটি ছবিরই একটি নির্দিষ্ট ভাব-ব্যঞ্জনা থাকে। থাকে একটি প্রতীকী বক্তব্য।

আজকের দিনে নৃশংসতা, নিষ্ঠুরতা, স্বৈরশাসন ও আগ্রাসন কবলিত আমরা, আমাদের কাল, আমাদের এ বিশ্বের নানা প্রান্ত। শান্তিবাদী মানুষেরা আজ হিংস্র ভল্লুকের মুখোমুখি। এ ভল্লুক হিংস্র, নিষ্ঠুর, নরঘাতক ও মাংসাশী। এ ভল্লুকের মৃত মানুষে কোনো রুচি নেই। সে জীবন্ত ও তরতাজা মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের জীবন ছিন্নভিন্ন করে দেয়।

আমি তেমন একটি ভল্লুকের মুখোমুখি দাঁড়ানো একটি সম্প্রতি তোলা আলোকচিত্র পোস্ট করেছিলাম আমার প্রোফাইল ফটো হিসেবে। যুক্তরাষ্ট্রের একটি নৈসর্গিক শহরের এক পর্যটন কেন্দ্রে ভল্লুকের এই দেহটি মমি করে রাখা হয়েছে। এককালের হিংস্র ভল্লুক আজ মমি হয়ে আছে। জীবন্ত মানুষ এখন নিরাপদে দাঁড়াতে পারে তার মুখোমুখি। একদিন হয়তো আমাদের চলমান নিষ্ঠুর বাস্তবতার অবসান ঘটবে। হিংস্র ভল্লুক নিষ্প্রাণ মমি হয়ে যাবে। জীবন্ত মানুষেরা নিরাপদে দাঁড়াবে ইতিহাসের সেই মমির পাশে। এই প্রতীকী ছবির মারফত আমি সে ভাষ্যই তুলে ধরবার চেষ্টা করেছি।

তবে আমার প্রোফাইল যারা দেখেন তাদের কাছে সে বার্তাটি সঠিকভাবে অনুদিত হয়ে পৌঁচেছে কিনা আমি জানিনা। তবে প্রোফাইল পিকচার হিসেবে ছবিটি অনেকের পছন্দ হয়নি। কেউ কেউ আমাকে মেসেজ দিয়ে ছবিটি বদলাবার পরামর্শ দিয়েছেন। আমি পণ্ডিত নই এবং আমার একার মতামত অনেকের সন্মিলিত মতামতের চেয়ে শ্রেয় মনে করিনা আমি। গণতন্ত্রে বিশ্বাসী মানুষ হিসেবে আমার কাছে সংখ্যাগরিষ্ঠের মতামতই গ্রাহ্য ও গ্রহনীয়। তাই ছবিটি বদলে খুব নিরীহ, সাদামাঠা, বয়স ও রুগ্নতার ছাপ পড়া একটা ছবিকে প্রোফাইল ফটো করলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়