শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:৪৯ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকে মেলায় স্টল না দেওয়া এবং সেন্সরশিপের দৃষ্টান্ত

কল্লোল মোস্তফা

কল্লোল মোস্তফা: একটা বই নিষিদ্ধ করলে বইটার বিক্রি উল্টো বাড়ে। কিন্তু কোনো বই নিষিদ্ধ না করে ওই বইয়ের প্রকাশককে নিষিদ্ধ করলে ওই বইয়ের বিক্রি বাড়লেও প্রকাশক অন্য সমস্ত বই নিয়ে বিপদে পড়েন। আদর্শ প্রকাশনের সাথে ঠিক এই কাজটিই করা হয়েছে। বাংলা একাডেমি মেলায় স্টল দেওয়ার একচেটিয়া ক্ষমতাকে কাজে লাগিয়ে আদর্শ প্রকাশনকে ব্ল্যাকমেইল করছে। এর উদ্দেশ্য দ্বিমুখী: একদিকে আদর্শ প্রকাশনের উপর চাপ তৈরি করা যেন বাদ বাকি প্রকাশিত বইগুলো বিক্রি করার জন্য হলেও আদর্শ প্রকাশন বাধ্য হয় বাংলা একাডেমির আপত্তি দেওয়া বই বিক্রি না করতে। অন্যদিকে এর মাধ্যমে অন্যসকল প্রকাশককেও বার্তা দেওয়া হলো যে ভিন্নমতের বই প্রকাশ করলে কী ঘটতে পারে।

বাংলাদেশের বইয়ের বেচাবিক্রি যেহেতু অনেকাংশে বইমেলা কেন্দ্রিক, কাজেই কোনো প্রকাশককে বই মেলায় স্টল না দিলে সেটা তার জন্য অনেক বড় বিপদ। এই ঘটনার পর সরকারের অপছন্দ হতে পারে এমন বই প্রকাশ করতে যেকোনো প্রকাশক দশবার চিন্তা করবেন। এটা হলো উৎসে সেন্সরশিপ, অনেকটা উৎসে কর কর্তনের মতো কার্যকর। সংবাদপত্রের কলাম লেখক কিংবা টেলিভিশনের টকশোর আলোচকদের জনে জনে ভয় দেখানোর চেয়ে সংবাদপত্র বা টেলিভিশনের কয়েকজন সম্পাদককে ‘মতপ্রকাশের স্বাধীনতার সীমা’ বুঝিয়ে দেওয়াটাই সব চেয়ে ইফিশিয়েন্ট।

একইভাবে আলাদা আলাদা বই নিষিদ্ধ করবার চেয়ে প্রকাশকদের ভয় দেখানোই ভিন্ন মতের বই প্রকাশ বন্ধ করার সবচেয়ে কার্যকর পদ্ধতি। আদর্শকে মেলায় স্টল না দেওয়ার সিদ্ধান্তটি প্রতিহত করতে না পারলে এভাবে উৎসে সেন্সরশিপের দৃষ্টান্ত আমরা আরো দেখবো। আমরা যদি মনে করি এটা শুধু আদর্শ প্রকাশনা বা আদর্শ প্রকাশনার লেখকদের বিপদ তাহলে অনেক বড় ভুল হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়