শিরোনাম

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩, ০১:৫৬ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৩, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্সরশিপ, নিষিদ্ধ হওয়া বই ও ‘ব্যানড বুক উইক’

শওগাত আলী সাগর

শওগাত আলী সাগর: সেন্সরশিপের শিকার এবং নিষিদ্ধ হওয়া বই সম্পর্কে জনগণকে জানাতে আমেরিকান লাইব্রেরী এসোসিয়েশনের অফিস ফর ইনটেলেকচ্যুয়াল ফ্রিডম প্রতি বছর সেপ্টেম্বর মাসে ‘ব্যানড বুকস উইক’ পালন করে। এই সময় নিষিদ্ধ তালিকার সেরা ১০টি বইয়ের নাম ঘোষণা করা হয়। সংবাদপত্রের রিপোর্ট এবং বিভিন্ন সংগঠনের সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা করা হয়। এপ্রিল মাসে আমেরিকায় যখন ‘ন্যাশনাল লাইব্রেরী উইক’ উদযাপিত হয়, সেই সময় তারা নিষিদ্ধ ঘোষিত ১০টি বইয়ের তালিকা ঘোষণা করে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে।
আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যে স্কুল, লাইব্রেরী থেকে হরহামেশাই বই, ম্যাগাজিন সরিয়ে ফেলা হয়। সেটি তারা করে তাদের বিবেচনায়। কখনো কখনো এগুলো মিডিয়া রিপোর্ট করে, অধিকাংশ সময়ই  পত্রিকায় সেগুলো জায়গা পায় না। ‘ব্যানড বুক উইক’কে  সেন্সরশিপের বিরুদ্ধে একধরনের প্রতিবাদ হিসেবে দেখা হয়। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়