শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:২৩ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর নীরব, নিভৃত অভিমান

খুজিস্তা নূর-ই নাহারিন

খুজিস্তা নূর-ই নাহারিন: নারী সব সহ্য করতে পারে, কিন্তু অহংয়ে আঘাত লাগলে সহ্য করতে পারে না। স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে বাধ্য হলেও মনে নেওয়া এতোটা সহজ নয়। কবি আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যু শয্যায় তার প্রথম স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে একটিবার শুধু চোখের দেখা দেখতে চেয়েছেন, কিন্তু পুতুল আপা সেই ডাকে সারা দেননি। আমাদের শ্রদ্ধেয় নেতা জলিল ভাইয়ের প্রথম স্ত্রী কর্মীদের কাছে অনেক প্রিয় ছিলেন। পরবর্তী সময়ে তিনি দেশের বাড়িতে থেকে সমস্ত দায়িত্ব তো পালন করতেন, কিন্তু কারো সামনে আসতেন না আর। সাবধানে কথা বলতেন তার গলার আওয়াজ যেন অন্য কেউ শুনতে না পায়। 

হুমায়ূন আহমেদ স্যার অ্যামেরিকায় চিকিৎসাধীন অবস্থায় প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতেন। একদিন লিখেছিলেন, ‘কান পেতে রই তার পায়ের আওয়াজ বুঝি শুনা যায়’। এই জাতিও কিছু একটা ঠিক মনে নেই। তবে কি তিনি গুলতেকিনের পায়ের আওয়াজ শুনতে চেয়েছিলেন? নিজ স্বার্থকে তৃপ্ত করার জন্য স্বামী যখন স্ত্রীর প্রতি অন্যায় করেন তখন জীবনের কোনো এক পর্যায়ে হয়তোবা অনুতপ্ত হন। 

নারী-পুরুষ সম্পর্ক এক জটিল ধাঁধা। মানুষের জীবনের এতোগুলো দিক থাকে চাওয়া থাকে যে সমস্ত চাওয়ার সাথে পাওয়ার দেখা মিলে কদাচিৎ। একজন মানুষ শেষ সময়ে একসময়ের প্রিয় মানুষের মুখ স্মরণ করতে চাইবে স্বাভাবিক। হোক আজ সে প্রিয় নয় কিন্তু একদিন হয়তো প্রিয় ছিল। নারীর অহং আর অভিমান থাকাও স্বাভাবিক। সউদের স্ত্রী হওয়া সত্ত্বেও সুবর্ণা কি ফরিদির মৃত্যু সংবাদে ছুটে যায়নি? সমস্ত সম্পর্ক ছিন্ন হওয়ার পরেও গেছে। তসলিমা নাসরিনও রুদ্রর মৃত্যুতে ছুটে গেছে তখন রুদ্র অন্য প্রেমিকা শিমুলের সাথে গভীর সম্পর্কে আবদ্ধ জেনেও। বিচ্ছেদের অনেক বছর পর গুলতেকিনও নুহাশ পল্লীতে কবর জিয়ারত করতে গেছে। মায়া, মমতা, ভালোবাসা কোনো নিয়মে বাধা যায় না। সমস্ত সম্পর্ক ছিন্ন করার পরেও অতি সংগোপনে কোথাও না কোথাও রয়েই যায়। আড়ালে-আবডালে উদাস দুপুরে একাকী কোন মধ্য রাতে মন কাঁদে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়