মিরাজুল ইসলাম: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যতোটুকু জানি তা নিয়ে পর্যাপ্ত কথা বলার সময় অন্তত আমার হাতে নেই। বিশাল ব্যাপ্তির বিষয়টা নিয়ে ফেসবুকে যারা লেখালিখি সংক্ষিপ্ত আকারে করছেন তারা নিঃসন্দেহে প্রতিভাবান। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সিলেবাস কারিকুলাম অ্যান্ড ইন্সট্রাকশন’ বিষয়ে পড়াশোনা এবং গবেষণা করা কিছু পণ্ডিত মানুষকে চিনি আমি। তারাও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সিলেবাসভুক্ত কিছু বিষয় নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন।
বাংলাদেশে গণহারে এক বিষয়ের সিলেবাস প্রণয়ন করেন আরেক বিষয়ের শিক্ষকগণ। কারণ প্রতিটি ক্লাসের সিলেবাস প্রজেক্টে পাওয়া যায় কোটি কোটি টাকা। সোশ্যাল-পলিটিক্যাল গাইডলাইন অনুসরণ করতে পারাটাই মূল কথা। মাঝখানে কন্টেন্ট প্রেজেন্টশন থেকে শুরু করে পাইলটিং করা পর্যন্ত সবই টাকার খেলা। ধর্মের ষাঁড় আগেও ছিল, এখনো আছে। কিন্তু সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে উঠে শিশুদের মনন এবং মান যাচাই-বাছাইয়ের সুযোগ কোথায়? লেখক ও চিকিৎসক
আপনার মতামত লিখুন :