কল্লোল মোস্তফা: ব্যাপক প্রতিবাদের মুখে ‘শনিবার বিকেল’ না হয় চার বছর পর মুক্তি পেলো। চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘মর থেঙ্গারি’ বা ‘আমার বাইসাইকেল’ যে সাত বছর ধরে সেন্সরে আটকে আছে তার কী হবে? বিবিসির প্রতিবেদন অনুসারে, চলচ্চিত্রটিতে ‘বাংলাদেশ সরকার এবং নিরাপত্তা বাহিনীর সুনাম ক্ষুণ্নকারী দৃশ্য ও সংলাপ উপস্থাপন’ করার অভিযোগে সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হচ্ছে না।
বিবিসি বাংলার কাছে অং রাখাইনের দেয়া বক্তব্য অনুযায়ী, পার্বত্য অঞ্চলে চাকমা জনগোষ্ঠীর জীবনযাত্রা নিয়েই তার মর থেঙ্গারি ছায়াছবির বিষয়বস্তু, একটি বাইসাইকেলকে কেন্দ্র করে যার কাহিনী আবর্তিত হয়েছে। একপর্যায়ে ছবিটিতে একটি নিরাপত্তা বাহিনীর প্রতীকী উপস্থিতি দেখানো হয়। অং রাখাইন মনে করেন এর ফলেই হয়তো তার সিনেমার ব্যাপারে আপত্তি এসেছে এবং তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।
নিজেকে চলচ্চিত্রটির নির্মাতা অং রাখাইনের জায়াগায় একবার দাড় করিয়ে ভাবেন। প্রান্তিক জনগোষ্ঠির একজন মানুষ ১০ বছরের চেষ্টায় তৈরি করলেন জীবনের প্রথম ছবি ‘মর থেংগারি’। সেই ছবিটি সেন্সরের কারণে সাত বছর ধরে আটকে আছে। কেমন লাগবে? ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :