শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০২:৪১ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া বিএনপির নেতারা কোথায় সমাবেশ করবেন?

দীপক চৌধুরী

দীপক চৌধুরী: বিস্তর অভিযোগ বিএনপির মাথার উপর। এসব অভিযোগের জবাব তো দেবেই দলটির নেতারা। এছাড়াও সরকারের সমালোচনা করবে। সরকারকে ‘ব্যর্থ সরকার’ বলে দলটি মন্তব্য করবে এবং ‘বিদায় ঘণ্টা’ বাজানোর ডাক দেবে। তবে এটাও কিন্তু সত্য যে, নেতারা শত-সহম্রবার ‘বিদায় ঘণ্টা’ বাজিয়েছে সরকারের, কিন্তু কোনো উপকার পায়নি দলটি। বরং তাদের কথাগুলো জনগণ বিশ^াস করে না বলে দলের সিনিয়র নেতা আমির হোসেন আমু, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক প্রমুখরা মনে করেন এবং বিশ^াস করেন, ক্যান্টনম্যান্ট থেকে জন্ম নেওয়া দল জনগণের দল হতে পারে না। বিভিন্ন সমাবেশ-সেমিনারে কথাগুলো বলেছেনও নেতারা। লক্ষ্য করছি, কয়েক সপ্তাহ যাবৎ মানুষ শুনে আসছে যেকোনোভাবে বিএনপি সমাবেশ করবে নয়াপল্টনে। বিএনপির নেতারা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, এটা কোনোভাবেই সম্ভব নয় যে, সোহরাওয়ার্দীতে সমাবেশ করা হবে। দলটির নেতারা দৃঢ়ভাবে বলেছেন, ‘আরে ১০ ডিসেম্বর বিএনপি তো নয়াপল্টনেই সমাবেশ করবে।’ এখন শোনা যাচ্ছে, ওই দলের নেতারা বিকল্প হিসেবে আরামবাগের সড়কে সমাবেশ করতে চান। তবে এতে ডিএমপি কমিশনার সম্মতি দেননি। তার মতে, সমাবেশ করতে হলে সোহরাওয়ার্দীতেই করতে হবে। তাহলে মানুষের মনে প্রশ্ন জাগছে, ‘ভুয়া হুঙ্কার’ দেওয়ার দরকার ছিল কী? একইসঙ্গে এ সন্দেহটি  প্রশ্নাকারে ওঠে এসেছে যে, বিএনপি কী ‘লোক দেখানো গণসমাবেশ’ করতে চায় নাকি আসলে  লাঠিসোটা বন্দুক নিয়ে লড়াই করতে চায়?

জানা গেছে, দরকার হলে সারা ঢাকায় বিএনপি সমাবেশ করবে। ৫ ডিসেম্বর একথা গুলশানের মিটিংয়ে বলাবলি হয়েছে। উল্টোপিঠে আরো কথা উঠেছে, যারা একটি জায়গায়ই সমাবেশ করতে পারে না তারা সারা ঢাকায় কীভাবে সমাবেশ করবে। মুক্তিযুদ্ধের দল বা বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ এখন ক্ষমতায়। দেশে দীর্ঘ সময় স্বৈরশাসন ছিল। কিন্তু আমরা যদি অতীত দেখিÑ  সেখানে বাংলাদেশের দুটি বড় দল বিএনপি ও জাতীয় পার্টির ইতিহাস জানি। তাদের অগণতান্ত্রিক দুঃশাসন ভাঙতে গিয়ে সেলিম, দেলোয়ার, দীপালি সাহাসহ কতো মানুষকে জীবন দিতে হয়েছে এর কতটা হিসেব  রেখেছি আমরা। গণতন্ত্র নামে যতো চিৎকার চেঁচামেচি হচ্ছে তা শুধু গণতন্ত্রের সঙ্গে মশকরা ছাড়া কিছুই নয়। গণতন্ত্রে ভিন্নমত প্রকাশ ও বিরোধিতা করার সুযোগ আছে বলেই বিএনপি-জাতীয় পার্টি  এর অপব্যবহার করছে, মিথ্যাচার করছে, গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ সরকার মনে করে বিএনপি গণসমাবেশ করতে চায় করুক। এর উদ্দেশ্য দলের কথাগুলো মানুষকে জানিয়ে দেওয়া। এখন যদি জায়গা নিয়ে বিএনপি পড়ে থাকে তাহলে সমাবেশ হবে কীভাবে?  

সবচেয়ে বড় কথা, এ দেশের মানুষের বিশ^াস ও আসার স্থল বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মানুষের আস্থা সুদৃঢ় এ কারণেই যে, তিনি যতদিন ক্ষমতায় থাকবেন মানুষের মধ্যে ন্যায়বিচার পাওয়ার সুযোগ থাকবে। গৃহহীন মানুষ ঘর পাবে। ভূমিহীন মানুষ গৃহ ও ভূমি পাবে। কোভিডের ভয়াবহতা মানুষ দেখেছে। জনগণ বুঝতে পেরেছে, আমাদের সমাজে ব্যক্তিস্বার্থ যখন সবক্ষেত্রেই প্রাধান্য পেয়ে থাকে তখন মানুষ স্মরণ করে শেখ হাসিনার মতো সংবেদনশীল প্রধানমন্ত্রীকে। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর রিফিউজি হিসেবে ৬ বছর বিদেশে বাস করেছিলেন শেখ হাসিনা ও শেখ রেহানা। তারা দুই  বোন। নাম পরিচয়টাও ব্যবহার করতে পারেননি। কিন্তু তাদের প্রতিজ্ঞা ছিলো, সুযোগ পেলে দেশকে গড়ে তুলবেন। জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতাকে অর্থবহ করতে দেশে ফিরেছিলেন। অনেক বাধা-বিপত্তি, অনেক অপপ্রচার শুনতে হয়েছে। এটা প্রমাণিত যে, লক্ষ্য স্থির ছিল বলেই উদ্দেশ্য অর্জন করতে পেরেছিলেন। মানুষের অধিকার আদায়ের জন্য স্বৈরাচারবিরোধী লড়াই শেখ হাসিনার মতো কে করেছেন? মৃত্যুকে তুচ্ছ করে জীবনবাজি রেখে মানুষের পক্ষে লড়েছেন। আজ যারা ‘গণতন্ত্র -গণতন্ত্র চাই’ বলে সভা-সমাবেশ গরম করার চেষ্টা করছেন অতীতে তারা  কে কী করেছেন জনগণ জানে না? লেখক : উপসম্পাদক, আমাদের অর্থনীতি ও কথাসাহিত্যিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়