শিরোনাম
◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৩:১৬ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘর-সংসার করতে গিয়ে বাংলাদেশের  স্ত্রীরা প্রচণ্ড বিরক্ত বোধ করেন, কেন?

সিদ্দিক মাহমুদ

সিদ্দিক মাহমুদ : ঘর, সংসার করতে গিয়ে বাংলাদেশের স্ত্রীরা প্রচণ্ড বিরক্ত বোধ করেন। এটা ঠিক যে কিছু স্বামী আছেন, নিজের সুবিধাটুকু আদায় করতে শারীরিক ও মানসিক অত্যাচার করেন স্ত্রীদের ওপর। কিন্তু সবাই না। অধিকাংশ স্বামীই আছেন, যারা অল্পতেই তুষ্ট থাকেন। আপনি যে তাঁর ঘর-সংসার-সন্তান সামলাচ্ছেন, রান্না-বান্না করেন, অফিসে যাওয়ার সময় তাঁর টাইটা ঠিক করে দেন, তাতেই সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকেন।

হয়তো মুখ ফুটে বলেন না, থ্যাংক ইউ। তরকারীতে ঝাল-নুন বেশি হলে কোনো মতামত না করে খেয়ে নেন। তাতেও স্ত্রীরা স্বামীর সংসার করতে চরম বিরক্তি বোধ করেন, তাঁরা বিরক্ত হন স্বামীকে দেহের ভাগ দিতে।

অথচ অফিসে বস চরম অপমান করলে গালাগাল করলেও মহিলাদের কোনো অনুভূতি কাজ করে না। সংসারের কাজ তো একটা একই নিয়মের কাজ।

এগুলো একবার শিখে ফেলার পর কেবল পুনরাবৃত্তি ছাড়া কিছুই থাকে না। হাড়িতে চাল দিন, মাছ দিন, মাংস দিন, সবজি দিন, মশলা কশান, ঝোলের পানি দিন। বোতাম চাপুন।


 লিভার টেনে দিন। স্কেল সঠিকভাবে সেট করুন। ঢাকনা লাগিয়ে দিন। টাইমার চালিয়ে দিন। ব্যাস, একই কাজ বারবার।

আর স্বামীকে দেহদান?  কেন নয়? একজন পুরুষ মানুষ যদি আপনার দেহের প্রতি দিনের পর দিন আকৃষ্ট হন, আপনার বয়স অনেক বেড়ে গেলেও, সেটা তো আপনারই সাফল্য? ক্রেডিট, আপনার বিশাল বপু হলেও সে যদি আপনাতেই তৃপ্ত হয়, তবে আপনি কেন তাঁকে বঞ্চিত করবেন?

এটা কি আপনার স্বার্থপরতা নয়? স্বামীর প্রতি ঘৃণা নয়? অথচ দিনের পর দিন আপনি তাঁরই ফ্ল্যাটে সংসার করছেন, তাঁর বিছানা শেয়ার করছেন, তাঁর কেনা শাড়ি-কাপড় পরছেন, টিভি-ফ্রিজ,

এসি ব্যবহার করছেন, তাঁর সাথে দেশে বিদেশে বেড়াতে যাচ্ছেন, তাঁর টাকায় কেনা-কাটা করছেন, তার কি কোনোই বিনিময় মূল্য নেই? ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়