শিরোনাম

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০২:০৩ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে ক্ষেপানো আর পাগলা  ঘোড়ার পিঠে চড়া একই ব্যাপার!

তানভীর হাসান রায়ান : এই আর্জেন্টিনাকে আটকানো যতটা কষ্টসাধ্য, তার পচয়ে বেশি কষ্টসাধ্য ক্ষিপ্ত মেসিকে আটকানো। পরবর্তী খেলায় মেসিকে কোনো দলই হয়তো আর ক্ষ্যাপাতে চাইবে না। এই দলটা যে বিশ্বকাপ জেতার ব্রত নিয়ে এসেছে, সেটা নকআউটে এসে প্রমাণ দিয়ে গেলো আরেকবার। অস্ট্রেলিয়া অন্তত ডিফেন্সিভ খেলেনি, এটা হচ্ছে ফুটবলের সৌন্দর্য। ফার্স্ট হাফে যদিও গোল আটকাতে চেয়েছে, কিন্তু এক গোল হজম করার পর দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অস্ট্রেলিয়া শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ চালিয়ে গেছে। 
শেষ মুহূর্তে বাজপাখি হয়ে মার্টিনেজ না দাঁড়াইলে টাইব্রেকারও গড়াতে পারতো। দিনশেষে বড় দলগুলোর শক্তি এখানেই। টেম্পার ধরে রেখে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে নেয়। যদিও কাতার বিশ্বকাপ নিয়ে কোনো ধরনের প্রেডিকশন করাই যেন বোকামির শামিল হয়ে উঠছে একের পর এক। তবে আসন্ন ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে এই আর্জেন্টিনা যে আরও দুর্দান্ত পারফর্ম করবে, তাতে কোনো সন্দেহ নেই। জয়-পরাজয় পাশ কাটিয়ে একটা দারুণ ফুটবল ম্যাচ উপভোগ করা সকল ফুটবল ফ্যানদের জন্য কতটা আনন্দের, রাতভোর করা মানুষগুলোই জানে। অভিনন্দন আলবেসিলেস্তা। অভিনন্দন দ্য ম্যাজিশিয়ান মেসি। হাজারতম ম্যাচে গোলের রেকর্ড, দুর্দান্ত। মেসিকে ক্ষেপানো আর পাগলা ঘোড়ার পিঠে চড়া একই জিনিস। ফেসবুক থেকে   

  • সর্বশেষ
  • জনপ্রিয়