শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৮ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের একটি পরাজয় দরকার ছিলো!

লুৎফর রহমান হিমেল

লুৎফর রহমান হিমেল: যেকোনো পরাজয়ের ফজিলতও আছে। হোক না ব্রাজিলের এটি বেঞ্চের টিম। কিন্তু এই পরাজয় তাদের তাতিয়ে দেবে, এটি নিশ্চিত। এবং এটা এ মূহুর্তে দরকার ছিল। আর্জেন্টিনাকে দেখেছি আমরা। সৌদি আরবের সাথে হেরে কি দারুণভাবেই না তারা ফিরে এসেছে। ব্রাজিলের এই হোচট, তা যতই সামান্য হোক, দরকার ছিল। না হলে তাঁরা ১৮ ডিসেম্বর খেলার দারুণ আর অদম্য শক্তি পাবে কোথা থেকে? কোচ তিতে তাঁর বেঞ্চের খেলোয়াড়দেরও একটু পরখ করে নিলেন। বড় শক্তির সামনে এই প্র্যাকটিস তিনি করতে পারতেন না যেটি তিনি ক্যামেরুনের সাথে করলেন। ব্রাজিল ষষ্ঠ বা হেক্সা কাপ নিতে এসেছে। এটি নেওয়া হলে তাঁরা আবার সুর ধরবে হেপ্টা জয়ের। এভাবে তাঁরা অক্টা, ননা, ডেকা... আরও কাপের জন্য আরাধনা করবে।

এ কারণে প্রতিবারই ব্রাজিল চ্যাম্পিয়ন কাপটি নিতে আসে। তবে প্রতিবারই নিতে পারে না। পাঁচবার নিয়েছে। এই দেশটি, কিংবা তাঁদের দলটির ভাবনা, দর্শন, চিন্তাচেতনা, আনন্দ-বিষাদ সবকিছু জুড়ে শুধু ফুটবল। তাদের রক্তে মিশে আছে ফুটবল। পৃথিবীর অন্য কোনো দেশ ফুটবলকে এভাবে নিজের সাথে মিশিয়ে নিতে পারেনি আজ অবধি। আর তাই, ওই মাটি থেকেই উঠে আসে ফুটবলের সব কিংবদন্তি। তাঁদের খেলা দেখতেই আমি চার চারটি বছর ধরে অপেক্ষা করি। তাঁদের ফুটবল নিয়ে পাগলামির কারণে প্রতিবেশী দেশ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও তাই আনন্দের সাথেই বলে ফেলেন, আর্জেন্টিনা বাদ পড়ে গেলে আমি ব্রাজিলকেই সমর্থন দেব! কিন্তু আমি জানি এ দেশের বেশির ভাগ আর্জেন্টাইন সাপোর্টার এই লেখা পড়ে বলবেন, স্কালোনি খেলার বোঝেটা কী! লেখক: সম্পাদক, দ্য রিপোর্ট.লাইভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়