শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৪৫ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা বাণিজ্যের আড়ালে অর্থ পাচার করেছে, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

শওগাত আলী সাগর

শওগাত আলী সাগর: বাণিজ্যের আড়ালে অর্থ-পাচার হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বীকার করেছেন। কিন্তু কারা ‘বাণিজ্যের আড়ালে অর্থ পাচার করেছেন’Ñ তাদের সম্পর্কে প্রকাশ্যে তিনি কিছু বলেননি। তিনি জানিয়েছেন, গত জুলাই মাসে এই ধরনের ১০০টির মতো এলসি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ১০০ এলসি যারা খুলেছিলেন বা খুলতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা বাণিজ্যের আড়ালে অর্থ পাচার করেছে, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংক ব্যবস্থা থেকে লুটপাট করে অর্থ পাচারের বিরুদ্ধে আমরা অনেক দিন ধরেই কথা বলছি। বাংলাদেশ থেকে অর্থ পাচার বন্ধের দাবি জানাচ্ছি। এগুলো তো দাবি জানানোর বিষয় না, এগুলো বক্তৃতা করার বিষয় না। এগুলো ব্যবস্থা নেওয়ার বিষয়। 

এক লাখ ডলারের মার্সিডিজ বেঞ্জ গাড়ি মাত্র ২০ হাজার ডলারে যিনি বা যারা  আমদানির ঋণপত্র খুলেছেন’, তার বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? এই ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বক্তব্যে মনে হচ্ছে, দেশ থেকে যে টাকা পাচার হয়ে যাচ্ছে, এই বিষয়টা কেন্দ্রীয় ব্যাংকের নজরে ছিল। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক কী ভূমিকা রেখেছে, সরকারের অন্যান্য সংস্থার ভূমিকা কী ছিলো, এগুলো আলোচনায় আসা দরকার। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়