মহসিন হাবিব: বেশ কিছুদিন ধরেই ভাবছি, ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে এসব হাস্যকর বুদ্ধি দেয় কে? বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সেই জেলা এবং আশপাশের জেলায় ‘পরিবহন ধর্মঘট’ আয়োজন করা হচ্ছে। হেমায়েতপুর গারদের পাগলও বোঝে এ ধর্মঘট সরকারি দলের ডিজাইন। আমার ধারণা, বিএনপিও সরকারের এই বোকামি দেখে মনে মনে হাসে। সরকার যদি এই পরিবহন ধর্মঘটের আয়োজন না করে অবাধে যেতে দিত, তাহলে বাড়তি কত লোক সমাবেশে হতো? কসম কেটে বলতে পারি, যত লোকের সমাগম হয়েছে তার থেকে বড়জোর দুই-তিন হাজার বেশি হতো। অথচ সরকার এমন একটি ইমেজ দেশে-বিদেশে তৈরি করে দিল যে বাঁধা না দিলে লক্ষ লক্ষ লোক হতো।
স্বাধীনতার সময়ের কথা জানি না, কিন্তু আমি বড় হয়ে কোনোদিন কোনো সরকারের সময় দেখি নাই যে কিছু ডাই-হার্টেড কর্মী ছাড়া স্বেচ্ছায় সাধারণ মানুষ কেউ এক জেলা থেকে অন্য জেলায় কোনো মিটিঙে যাচ্ছে। মিটিংয়ে লোক নেওয়া হয় ভাড়া করে। সব দলই তাই করে। এখন তো মানুষের আরও সময় নেই। একমাত্র যারা লুটের স্বপ্ন দেখছে তারাই ঝাপিয়ে পড়ে। আমার ধারণা, এসব সিদ্ধান্ত যারা দেয় তাদের হয় দৃষ্টি নেই, অথবা এদের মধ্যে কারো কারো অন্য এজেন্ডা আছে। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :