শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০১:১৬ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানদের ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাতে থাকুন, মানুষ বানানোর দরকার নেই!

আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম: ডেন্টাল কলেজে পড়ুয়া এক মেয়ে বেড়াতে যাওয়ার টাকার জন্য তার আপন নানাকে হত্যা করেছে। পত্রিকায় পড়লাম এই খবর। এই মেয়ে জানত তার নানার কাছে টাকা আছে। তাই সে আর তার ভাই এবং অন্য বন্ধুরা মিলে নানাকে হত্যা করেছে। প্ল্যান অনুযায়ী যেদিন বাসায় কেউ ছিল না, সেইদিন এই মেয়ে তার বন্ধুদের ওই বাসায় পাঠায়। যাতে তার নানা মনে করে ডাকাত এসছে। এরপর সবাই মিলে নানাকে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর বাসায় তার বাবা-মা এসে দেখে ভদ্রলোক মারা গিয়েছেন। এরপর মামলা হয়। কারণ তারা তো আর জানতেন না কে বা কারা হত্যা করেছে। এই পর্যন্ত হলে তাও হতো। 

এরপরের ঘটনা শুনলে চোখ কপালে উঠবে। যখনই বাবা-মা বুঝতে পেরেছে যে তাদের ছেলে-মেয়েরাই প্ল্যান করে এই হত্যা করেছে, তখন এই বাবা-মা তাদের সন্তানকে আড়াল করতে চেয়েছে। চিন্তা করতে পারেন? অথচ এই সন্তানরা কিন্তু তাদের মায়ের আপন বাবাকে হত্যা করেছে। এরপরও এরা কিনা সন্তানদের আড়াল করতে চাইছে। আমাদের সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে চিন্তা করুন। মেডিকেলে পড়া ছাত্রী বেড়ানোর জন্য নিজের নানাকে হত্যা করেছে। এরপর তাদের বাবা-মা মিলে এই ঘটনা এখন আড়াল করতে চাইছে। এরা বুঝতে পারছে না- এই সন্তান একদিন তাদেরও হত্যা করতে পারে। আরও বেশি বেশি করে সন্তানদের জিপিএ ফাইভ, ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাতে থাকুন। মানুষ বানানোর দরকার নেই। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়