শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০২:১৮ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের উৎসাহকে জাগিয়ে  রাখার জন্য কি করা উচিত?

রউফুল আলম

রউফুল আলম: আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটা সিম্পোজিয়ামে গিয়েছিলাম গত সপ্তাহে। এ বছর কেমেস্ট্রিতে নোবেল বিজয়ী, প্রফেসর ক্যারোলিন বার্টোজি লেকচার দিয়েছেন। তাকে সে অনুষ্ঠান থেকে সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞানের সব নোবেল বিজয়ীরা ভালো বক্তা হন না। কিন্তু ক্যারোলিন বার্টোজি খুবই চমৎকার বক্তা। এক ঘন্টার একটা লেকচারে তিনি তার পিএইচডি থেকে শুরু করে নোবেল পুরস্কার পাওয়া পর্যন্ত সাজিয়েছিলেন। বার্টোজি যখন হার্ভাডে ব্যাচেলর করতে গেছেন, তখন কেমেস্ট্রি না পড়ে ব্যান্ড সঙ্গীতে জড়িয়ে পড়েন। ড্রাম বাজানো শুরু করেন। আর আমি যখন ইউনিভার্সিটিতে গিয়ে ব্যান্ড মিউজিকে আসক্ত হলাম, আমাকে বাসা থেকে উদ্ভটÑপাগল বলা হলো। হোয়াট এ পিটি। অর্গানিক কেমেস্ট্রির এক পর্বতসম ফিগার হলেন ডেভিড ইভানস। প্রফেসর ইভানস তখন হার্ভাডে পড়াতেন। ইভানসের পড়ানোতে মুগ্ধ হয়ে, বার্টোজি ব্যান্ডÑড্রাম ভুলে গিয়ে অর্গানিক কেমেস্ট্রির প্রেমে পড়লেন। আর ছেড়ে আসতে পারলেন না। তার গবেষণা জীবনে তিনি অর্গানিক কেমেস্ট্রি এবং বায়োলজিকে চমৎকার ভাবে সংযুক্ত করেছেন। তার পুরো শিক্ষা জীবনটা ছিলো খুবই ধারালো।
শুধু যে বড় প্রতিষ্ঠানেই পড়াশোনা করেছেন তাই নয়, বড় বড় গবেষকদের সাথে কাজ করেছেন। কফি ব্রেইকের সময়, বার্টোজির সাথে পরিচিত হতে গেলাম। নোবেল প্রাইজের জন্য তাকে অভিনন্দন জানিয়ে কথা শুরু করলাম। পরিচয় দিলাম। স্টকহোম ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি শুনেই তিনি বললেন, ডিসেম্বরে তিনি স্টকহোম যাবেন। তাকে স্মরণ করিয়ে দিলাম, তুমি যে হলে নোবেল লেকচার দিবে, সেটার নাম ‘আউলা মাগনা ’। বার্টোজিকে বললাম, আমার ছেলের বয়স চার। এবং সে খুবই কিউরিয়াস! শিশুদের উৎসাহকে জাগিয়ে রাখার জন্য কি করা উচিত? তিনি বললেন, লেট দেম আস্ক কোয়েশ্চন। লেট দেম ইনভলভ উইথ এভরিথিং। তারপর জিজ্ঞেস করলাম, What keeps you motivated at work, specially after winning the Nobel prize? সে বললো, কিউরিসিটি। আই ওয়ান্ট টু নো, হোয়াটস গোয়িং অন দেয়ার। বি কিউরিয়াস লাইক এ চাইল্ড। মনে মনে বললাম, এগুলো তোমাদেরই মানায়। আমি তো ব্যাচেলর পাস করার আগেই শুনছিআর কতো পড়বি? ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়