শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:২১ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেলিব্রেটিদের ইন্টারভিউতে শুধু  ভারি ভারি প্রশ্নই করতে হবে?

শওগাত আলী সাগর

শওগাত আলী সাগর: সেলিব্রেটিদের ইন্টারভিউ নিতে হলে গোমড়ামুখে (গম্ভীরভাবে) ভারি ভারি প্রশ্নই শুধু করতে হবে, হালকা রসিকতা, হাসি ঠাট্টা করে যাবে নাÑ এমন কোনো ব্যাকরণ সম্ভবত নেই। সিনেমার নায়ক-নায়িকাদের নিয়ে মিডিয়ায় হাসি-ঠাট্টামূলক অনুষ্ঠান হয়, আজকাল ঈদের সময় মন্ত্রী-রাজনীতিকদের নিয়েও হয়।  খেলোয়াড়দের নিয়েও সেটা হতে পারে, ক্রিকেটার হোক আর সাফ বিজয়ী নারী ফুটবলার হোক। 

উৎপল শুভ্র সাফ বিজয়ী নারী ফুটবলারদের সাক্ষাৎকার নেননি, তাদের সাথে আড্ডা দিয়েছেন, সেই আড্ডার বাছাই করা অংশ প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। লেখাটায় উৎপল শুভ্র নিজেও বলেছেন, দুষ্টুমি, খুনসুটি, ইয়ার্কি, হাসি, কখনো না বলেও মুখভঙ্গিতে অনেক কিছু বলাÑপুরোটা লেখায় ফুটিয়ে তুলতে পারব কি না, এ নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত তাই সিদ্ধান্ত নিই, সেই আড্ডার নির্বাচিত অংশ তুলে দেওয়াই ভালো। দুজনের বাচনভঙ্গিটা এতে থাকছে না, এটাই শুধু আফসোস।’ 

আমার নিজের কাছেও মনে হয়েছেÑ সানজিদা- কৃষ্ণার সাথে উৎপল শুভ্রর আড্ডার ভিডিওটা থাকলেই ভালো হতো। ‘দুষ্টুমি, খুনসুটি, ইয়ার্কি, হাসি- ঠাট্টার’ আড্ডায় আমি আনন্দই খুঁজেছি, অন্য কিছু না। তবে সেই আড্ডায় খেলার বাইরে সানজিদা- কৃষ্ণাদের মেন্টাল ম্যাচিউরিটি, সেন্স অব হিউমার এবং মানুষের সাথে আলাপচারিতায় এনগেজমেন্ট ক্যাপাসিটি দেখে মুগ্ধ হয়েছি। সত্যি বলতে কি, দুষ্টুমি, খুনসুটির আড্ডা নিয়ে লেখায় আমি ‘জেন্ডার সেনসিটিভিটি’, সাংবাদিকতার ব্যাকরণ খুঁজতে যাইনি (এটা ফর্মাল ইন্টারভিউ হলে অবশ্যই খুঁজতাম।)।

লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়