শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪১ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনযুদ্ধ রোহিঙ্গা বিষয়টিকে  আরও ঘনঘোর দুর্যোগবার্তা বানিয়ে দিয়েছে

হেলাল মহিউদ্দীন

হেলাল মহিউদ্দীন: ইউক্রেনত্যাগীদের ভেতর পশ্চিমা সবগুলো দেশ আদরনীয় আকর্ষণীয় রিফিউজি পেয়ে গেছে। আদরনীয় রিফিউজিরা ফর্সা-লম্বা-চওড়া। অপুষ্ট নয়। দেখতে তাদের মতো। টাকাপয়সাও ভালোই সাথে করে নিয়ে আসতে পারে। রাজনীতির জন্যও কাজে লাগবে। রোহিঙ্গা টাইপ রিফিউজিদের জন্য সামনে ঘোর দুর্দিন। পশ্চিমের মানবিক সহায়তা ও বরাদ্দের সিংহভাগই এখন ইউক্রেনত্যাগীদের জন্য বরাদ্দ হচ্ছে। ইউক্রেনত্যাগীগণ ‘লাভেব্যল ‘রিফিউজি’। রোহিঙ্গাসহ কঙ্গো, সোমালিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, সুদান, আফগানিস্তানের অপুষ্ট জীর্ণ-শীর্ণ রিফিউজিরা আসলে ‘পেইন ইন দ্য বাট’। সনাতন ‘রিফিউজি’র সংজ্ঞায় ইউক্রেনত্যাগীদের খুব অল্পসংখ্যক মানুষই পড়বেন। তবু প্রতিদিনই নিত্যনতুন রিফিউজি আশ্রয়নের মানবিক প্রকল্প হাতে নিচ্ছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনত্যাগীদের আমন্ত্রণ জানাতে এবং ঘরের মানুষ করে নিতে পশ্চিমাদের আগ্রহ, আয়োজন, বরাদ্দ কোনো কিছুর ঘাটতি হচ্ছে না।   
শুনতে বর্ণবাদী শোনালেও আসলে সত্যবাদী ছাড়া কেউ এসব কথা জনসমক্ষে বলবে না। পলিটিক্যাল কারেক্টনেস আর ডিপ্লোম্যাসির চাপ বড়ই শ্বাসরোধকারক চাপ। প্রধানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট নিরসনে জাতিসংঘে বাংলাদেশের পাঁচ দফা দাবি পেশ করেছেন। দফা নিয়ে মন্তব্য করতে চাই না। শুধু ভাবনার জায়গাটুকু ধরিয়ে দিতে চাই যে ইউক্রেনযুদ্ধ বাংলাদেশের জন্য রোহিঙ্গা বিষয়টিকে আরো ঘনঘোর দুর্যোগবার্তা বানিয়ে দিয়েছে। রোহিঙ্গাদের জন্য যারা নিরলস কাজ করছেন, তাঁদের খুবই ক্ষুদ্র একটি অংশের ছবিটি দিলাম তাঁদের প্রতি কৃতজ্ঞতার স্মারক হিসেবে। রোহিঙ্গা ক্যাম্প হতে ঢাকায় ফিরেছি। কিন্তু মগজে লেপ্টে আছে একদল রোহিঙ্গা শিশু ও কিশোর-কিশোরীর ছবি। তাদের ভবিষ্যত? একে একে নিভিছে দেউটি। ফেসবুক থেকে

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়