আনিস আলমগীর, ফেসবুক থেকে: জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তৃতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার জন্য 'দুই-রাষ্ট্রীয় সমাধান'-কে সমর্থন ঘোষণা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয় তবে এটি ব্যবহার করবে। ল্যাপিড ইরানকে অভিযুক্ত করে বলেন যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে 'ঘৃণার অর্কেস্ট্রা' পরিচালনা করছে। "ইরানি প্রশাসন ইহুদিদের ঘৃণা করে এবং ইসরাইল সম্পর্কে ভুয়া খবর প্রচার করে।''
ইসরায়েল যদি সত্যি সত্যি two state solution নীতিতে ফিলিস্তিন- ইসরায়েল সমস্যার সমাধান করতে চান তবে সেটি মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সবচেয়ে বড় ধরনের পদক্ষেপ হতে পারে
আপনার মতামত লিখুন :