শিরোনাম
◈ ‌ক্রিকেটার‌দের জন‌্য সতর্কবার্তা , ফিটনেস টেস্টে ‘ফেল’ করলে এনসিএলে খেলতে পারবেন না  ◈ জাপানে ব‌ক্সিং‌য়ে লড়াই‌য়ের সময় মাথায় আঘাত পেয়ে দুই বক্সারের মৃত্যু ◈ বিশ্বের সেরা ৫ ব্যাটার বাছলেন রি‌কি পন্টিং, দুই ভারতীয় থাকলেও নেই রোহিত শর্মা ও ‌বিরাট কোহলি! ◈ ৫০ লাখ প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ ◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪, ০৬:১৪ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৪, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসোপটেমিয়া সভ্যতার সূচনা 

শাওন স্যারের পাঠশালা : মেসোপটেমিয়া সবচেয়ে প্রাচীন সভ্যতা: ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক ও কুয়েতের কিছু অংশজুড়ে অবস্থিত মেসোপটেমিয়া সভ্যতা, ৫০০০ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত, বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। নামকরণ: ‘মেসোপটেমিয়া’ শব্দটি গ্রীক ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘দুই নদীর মধ্যবর্তী ভূমি’। এই নামটি টাইগ্রিস (দাজলা) ও ইউফ্রেটিস (ফোরাত) নদীর তীরবর্তী অঞ্চলের বর্ণনা করে, যেখানে এই সভ্যতা বিকশিত হয়েছিল। সেচ নির্ভর: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পলিমাটিতে উর্বর জমি তৈরি করেছিল, যা কৃষিকাজের জন্য উপযোগী। এই সভ্যতা সেচ ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল, যা তাদের উন্নত কৃষিক্ষেত্র গড়ে তুলতে সহায়তা করেছিল। 
প্রধান পর্যায়: মেসোপটেমিয়া সভ্যতার ইতিহাস ৪টি প্রধান পর্যায়ে বিভক্ত: [১] সুমেরীয় (খ্রিস্টপূর্ব ৪৫০০ - ২০০০) : সুমেরীয়রা ছিল এই অঞ্চলের প্রথম বাসিন্দা। তারা চিত্রলিপি, সাহিত্য, আইন, স্থাপত্য, জ্যোতির্বিদ্যা ও গণিতে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছিল। [২] ব্যাবিলনীয় (খ্রিস্টপূর্ব ২০০০ - ৫৩৯): হ্যামুরাবির বিখ্যাত আইনসংহিতা এই যুগের উল্লেখযোগ্য দিক। ব্যাবিলন সভ্যতা ঝুলন্ত উদ্যান, জ্যোতির্বিদ্যা, গণিত ও সাহিত্যের জন্য বিখ্যাত ছিল। ৩. এসিরিয় (খ্রিস্টপূর্ব ৯১১-৬১২): এসিরিয়রা শক্তিশালী সামরিক শক্তি ছিল। তারা ধাতুবিদ্যা, স্থাপত্য ও ভাস্কর্যশিল্পে উন্নতি লাভ করেছিল।
[৪] ক্যালডিয় (খ্রিস্টপূর্ব ৬২৬ - ৫৩৯) : নববলনীয় সাম্রাজ্যের রাজধানী ব্যাবিলন এই যুগে একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। জ্যোতির্বিদ্যা ও গণিতে ক্যালডিয়দের উল্লেখযোগ্য অবদান ছিল। উত্তরাধিকার : মেসোপটেমিয়া সভ্যতা বিশ্ব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইন, সাহিত্য, স্থাপত্য, জ্যোতির্বিদ্যা, গণিত ও কৃষিক্ষেত্রে তাদের অবদান আধুনিক বিশ্বকে সমৃদ্ধ করেছে। উল্লেখযোগ্য বিষয়: মেসোপটেমিয়াতে চাকা, লেখন ব্যবস্থা, জ্যোতির্বিদ্যা, গণিত ও আইনের ধারণার উদ্ভাবন হয়েছিল। এই সভ্যতায় বিশ্বের প্রথম লাইব্রেরি, স্কুল ও হাসপাতাল স্থাপিত হয়েছিল। ফেসবুকে ১০-৩-২০২৪ প্রকাশিত হয়েছিলো। 

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়