মাজহারুল ইসলাম: সোমবার (২৭ জুন) সকাল থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে এদিন সকাল থেকে ট্রাকে তুলে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন চালকরা। এ জন্য মোটরসাইকেল প্রতি চালকদের খরচ হচ্ছে ৪০০ টাকা করে। চ্যানেল২৪
রোববার (২৬ জুন) পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১) নামের দুজন মারাত্মক আহত হন। এর পর পরই সোমবার (২৭ জুন) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের নোটিশ জারি করেছে সেতু বিভাগ।
গুরুতর আহত আলমগীর হোসেন ও মো. ফজলুকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার আগে চলন্ত মোটরসাইকেলে বসে ভিডিও করছিলেন নিহতের মধ্যে একজন। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলটির গতি প্রায় ৮০ থেকে ১০৫ উঠানামা করছিল। এসময় হঠাৎ একটি ট্রাকের সামনে ডানে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যান। এতে দু’জনই গুরুতর আহত হয়। পরে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর মোটরসাইকেল মেরামতের কাজ করতেন। আর ফজলু প্রবাসী। একমাস আগে তিনি দেশে এসেছেন।
আপনার মতামত লিখুন :