সৈয়দ ইশতেয়াক রেজা: প্রচুর পত্রিকা, প্রচুর টেলিভিশন, প্রচুর অনলাইন কিন্তু বেকার সাংবাদিক ও গণমাধ্যম কর্মীও প্রচুর। বহু মানুষ ফোন দেয়, যারা কর্মক্ষেত্র বদলাতে চায়। তারা কাজেই আছেন, কিন্তু আরেকটু ভালো থাকতে চান, নতুন চ্যালেঞ্জ নিতে চান বা নতুন পরিবেশ চান। কিন্তু তাদের চেয়ে বেকার, কাজ খুঁজছেন এমন মানুষ যোগাযোগ করছে বেশি। বাংলাদেশে গণমাধ্যমের এতো সংখ্যা, তাহলে তাদের কাজ নেই কেন? সমস্যা গভীরতর। বাংলাদেশের গণমাধ্যমে বড় পুঁজির প্রবেশ ঘটেছে, কিন্তু প্রাতিষ্ঠানিকতা আসেনি, ফলে এই খাতে সত্যিকারের কাজের লোকের মূল্যায়ন হয় না বা কাজ পায় না কিংবা এগুলো দখল করে আছে স্তাবকেরা, অযোগ্যরা। অবশ্য আমার এক সফল ব্যবসায়ী বন্ধু কাল বললো, কিছু বড় কোম্পানি বাদ দিলে সামগ্রিকভাবেই প্রাইভেট সেক্টরের অবস্থা এমন। এ অবস্থা উদ্বেগজনক। এ দেশে অধিকাংশ মানুষেরই সম্পদ বলতে শ্রমশক্তি, তারা সেই শক্তি ব্যয় করেই গ্রাসাচ্ছাদনের সংস্থান করেন। কিন্তু গতর খাটিয়ে বাঁচার সুযোগও কতো সীমিত। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :