পারভেজ আলম: ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমও শহীদ হইলেন। তেল গ্যাসের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের সংকটের প্রতিবাদ মিছিল করতে নেমে এই নিয়ে বিএনপির দুইজন শাহাদাত বরণ করলেন। আবদুর রহিম ও নুরে আলম; এই দুই শহীদের নাম আমাদের বিশেষভাবে স্মরণে রাখতে হবে।
যেহেতু আমাদের সিভিল সোসাইটিতে বিএনপির হেজিমনি তেমন নাই, সেহেতু বাংলাদেশের মধ্যবিত্ত প্রগতিশীল সমাজের এ ক্ষেত্রে এগিয়ে আসাটা জরুরি। বিএনপি কোনো জনকল্যাণমুখী আন্দোলন সংগ্রামে নেমে জুলুমের শিকার হইলে আমাদের উচিত তাদের পাশে থাকা। জনস্বার্থের আন্দোলনে বিএনপির পাশে থাকার মানে এই না যে আপনি তার সমর্থক হয়ে যাবেন। বরং আপনার স্বার্থের রাজনীতিতে যারা মেঠে থেকে জুলুমের শিকার হচ্ছেন, শহীদ হচ্ছেন; তাদের প্রতি আপনার দায়িত্বটা আপনি পালন করবেন, এইটুকুই। আর ব্যাপারটা খালি বিএনপির প্রতি দায়িত্ব পালনের ব্যাপারও না। বরং বাংলাদেশের জনগণের যেকোনো মুক্তি সংগ্রামে শাহাদাত বরণ করা প্রতিটা শহীদ পরিবার আপনার সহানুভূতি ও সহায়তা দাবি করে।
আপনি যাদের বিপদ আপদে এগিয়ে যাবেন না; তাদের সাথে রাগ করার অধিকারও তো আপনার নাই। তাদের কাছে নিজের দাবিদাওয়া তুলে ধরা তো অনেক পরের কথা। নাগরিক হিসাবে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের উপরই আপনার হক আছে, তাদের কাছে দাবি জানানোর অধিকার আছে। তারা কখনো কখনো ক্ষমতার জাদুতে তা ভুলে গেলেও আপনার উচিত না তা ভুলে যাওয়া। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :