সুব্রত শঙ্কর ধর: আমাদের জনসংস্কৃতির একটা মৌলিক পরিবর্তন ঘটে গেছে। প্রতিটি সহিংসতার ঘটনার পর আমরা বলতে শুনি পুলিশের অবহেলার কথা, প্রশাসনের নির্লিপ্ততার কথা। অপরাধীদের শাস্তি দেওয়ার কথাও জোর দিয়ে বলা হয়। মানববন্ধন হয়। কিন্তু ভেবে দেখেছেন কজন অপরাধীকে শাস্তি দেবেন? এই যে স্বপনকুমার বিশ্বাসকে গলায় জুতোর মালা পরানোর অপরাধে রনিকে গ্রেফতার করা হলো, রনি কি সেখানে একা ছিলো? সেখানে হাজার হাজার মানুষ ছিলো। ভালো করে খেয়াল করুন সেই হাজার হাজার মানুষের সমর্থন ছিলো। জুতোর মালার তালাশ করছিলেন অনেকেই। কজনকে গ্রেফতার করবেন আপনি? আমাদের বুঝতে হবে আমাদের জনসংস্কৃতিরই একটা মৌলিক পরিবর্তন ঘটে গেছে।
প্রতিটি সাম্প্রদায়িক তাণ্ডবের ছবি একটু খুঁটিয়ে দেখুন। হাজার হাজার মানুষের কাছে এটি একটি উৎসবের মতো। কারও চোখেমুখে কোনো গ্লানি নেই। এই যে জনসংস্কৃতির বীভৎসরূপটি ক্রমশ সর্বগ্রাসী হয়ে উঠছে, এই জনসংস্কৃতি শুধু সংখ্যালঘুদেরই নয়, বাংলাদেশকেই একদিন শেষ করে দেবে। রাষ্ট্রযন্ত্রে, রাজনীতিবিদদের মধ্যে, পুলিশ আমলাদের মধ্যে ইতোমধ্যেই এই জনসংস্কৃতির বিস্তর প্রভাব আমরা দেখতে পাই। সেটি আরও বাড়বে। এই জনসংস্কৃতি থেকেই আসবে ভবিষ্যতের পুলিশ, আমলা, রাজনীতিবিদ, শিক্ষক। সেদিন আজকের বাংলাদেশটিকে আর খুঁজে পাওয়া যাবে না। বিপদটির কথা সবাই ভাবুন। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :