সুমন্ত আসলম: বিবাহিত জুটিদের মধ্যে ঝগড়া করার সময় যদি ভীষণ রেগে যাওয়া হয়, তাহলে উচ্চ রক্তচাপ এবং বুকে ব্যথার সমস্যা বাড়তে পারে। এই ঝুঁকি একজন পুরুষ মানে আমার বেলায় সবচেয়ে বেশি। আর ঝগড়ার সময় যদি মৌনব্রত পালন করি, তাহলে একজন পুরুষ হিসেবে পিঠ ও মাংসপেশির ব্যথায় ভুগবো ওই আমি নিজেই। ব্রন স্মিথের এই স্বাস্থ্যবটিকায় একজন পুরুষের আসলে উভয় সংকট। আবার মার্কিন টিভি ব্যক্তিত্ব রেড স্কেলটন বলেছেন, ‘সবাই ভুল করে, কিন্তু যারা বিবাহিত, তারা দ্রুত করার যোগ্যতা রাখে’। আর তাই হয়তো ভুল করেছেন চট্টগ্রামের বোয়ালখালীর খিদিরপুর এলাকার ৩৫ বছরের তসলিমা আক্তার। স্বামীর কাছে থেকে ফ্ল্যাট না পেয়ে ইয়াবা দিয়ে স্বামীকে ফাঁসানোর চেষ্টা করেন তিনি। ৪৯০টি ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ।
সামনে ঈদ। ঘুম থেকে উঠেই বউ বললো, ‘আজ কলেজ বন্ধ, দুপুরের খাওয়ার পর মার্কেটে যাবো, তুমি কিন্তু আজ আমার সাথে যাবে।’ শপিং যা করা হয়, গত কয় বছর ধরে বউ তার নিজের টাকাতেই করে, এমনকি আমার জিনিসগুলোও। মানুষের মার্কেটে গেলে পা ব্যথা হয়, আমার মার্কেটে যাওয়ার কথা শুনলেই হয়। আমি পায়ে হাত দিয়ে নিজেই টিপতে টিপতে বললাম, ‘রাতে শোওয়ার সময় পায়ে ব্যথা ছিলো, হঠাৎ বেড়ে গেলো কেন বুঝলাম না’!
কী একটা কাজে পাশের রুমে যাচ্ছিল বউ, ঘুরে দাঁড়ালো, সরাসরি আমার দিকে তাকালো। রমনীর অনেক চাহনি দেখেছি এ জীবনে, এমন চাহনি দেখেনি কখনো। অভিজ্ঞতার আলোকেও বলতে পারবো না, ওই চাহনিতে রাগ কতোটুকু, ভালোবাসা কতোটুকু, করুণা কিংবা কষ্ট কতোটুকু। নীরব চাহনির এক মায়াবী ক্রোধ, বুকের ভেতরটা উলোটপালোট করে দিলো নিমিষে, সাতসকালেই। কিন্তু হঠাৎ টের পেলাম, একজন পুরুষ হিসেবে আমি উচ্চ রক্তচাপ অনুভব করছি, বুকে ব্যথাও; অথচ এসব আমার কখনো ছিলো না। একটু পর দেখি, পিঠ এবং মাংপেশিতেও ব্যথা বোধ হচ্ছে আমার, এসবও কখনো ছিলো না শরীরে। দুটো দোয়েল এসে চেচাচ্ছে খাবার রুমের গ্রিলে, মাঝে মাঝে একে ওপরের পালকে ঠোঁট ঘষে দিচ্ছে আদরে। স্বাদের মানবজীবন ছেড়ে খুব দোয়েল হতে ইচ্ছে করছে এ মুহূর্তে! ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :