শাশ্বতী বিপ্লব: একের পর এক শিক্ষককে মেরে ফেলছে ছাত্ররা। এই নিয়ে লিখতে গেলেও আত্মা কেঁপে ওঠে। কোথায় চলেছি আমরা? এ কেমন প্রজন্ম? কেমন দেশ? আরও আতঙ্কের কথা হলো, এই লাঞ্ছিত, হত্যার শিকার মানুষগুলো শুধু শিক্ষকই নয়, একটি নির্দিষ্ট ধর্মাবলম্বীরও। আজ এই শিক্ষকরা হিন্দু না হয়ে মুসলিম হলে, বর্তমান বাংলাদেশে তার সামাজিক পুঁজি বা শক্তি বলয় মজবুত থাকতো। নৈতিক কারণে না হলেও সামাজিক শক্তির চাপে হত্যাতো দূরের কথা, অসম্মান করার আগে একশবার ভাবতে হতো।
কিন্তু আমরা কী দেখলাম? সমাজ তো দূরের কথা, স্বয়ং শিক্ষককুলও এই মানুষগুলোর পাশে দাঁড়ায় না। দায় শুধুই এই ছাত্রদের নয়। দায় আমাদের সবার। দায় রাষ্ট্রেরও। অর্থনীতির চাকা ঘুরাতে ঘুরাতে কখন আমাদের নৈতিকতার চাকাটা কাঁদায় আটকে গেছে খেয়ালও করি নাই। ধর্মীয় সংখ্যালঘুর প্রতি আমাদের আচরণ ও মনোভাব সন্তানদের মাঝেও সংক্রমিত হবে, সেটাইতো স্বাভাবিক। আমার শুধু পালায়া যাইতে ইচ্ছা করে! ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :