শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ জুন, ২০২২, ০৪:১৬ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২২, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়েন্ট কম্বাইন্ড এক্সচেঞ্জ ট্রেনিং কোর্সের সনদ দিলেন কোস্ট গার্ডের ডিজি 

সনদ দিচ্ছেন কোস্ট গার্ডের ডিজি 

সুজন কৈরী: বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী জয়েন্ট কম্বাইন্ড এক্সচেঞ্জ ট্রেনিংয়ে (জেসিইটি) কোর্সের সনদপত্র প্রদান করেছেন।  

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গত ৫ থেকে ২৩ জুন কোস্ট গার্ডের প্রশিক্ষন ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রার ‘মেরিটাইম সেফটি এন্ড মেরিটাইম সিকিউরিটি’ স্কুলে ইউএসএ’র প্যাকম অগমেন্টেশন টিমের তত্ত্বাবধানে জয়েন্ট কম্বাইন্ড এক্সচেঞ্জ ট্রেনিং পরিচালিত হয়। কোর্সে ৭জন বিদেশি প্রশিক্ষক (ইউএসএ) এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ২জন কর্মকর্তা ও ১৩জন নাবিক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। কোর্সের সমাপনী দিনে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী সকল প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করেন। 

তিনি আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকালীন উদ্ভূত যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া, জননিরাপত্তা নিশ্চিতে ডাকাতি ও জলদস্যুতা দমন, যেকোনো প্রকার প্রাকৃতিক দূর্যোগে সকল মানবিক দিকগুলো সুসংগতভাবে মোকাবেলার জন্য পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং দূর্যোগ পরবর্তী পুনরুদ্ধারের আক্ষরিক কার্যপদ্ধতি গ্রহণসহ উপকূলীয় জনগণের নিরাপত্তা নিশ্চয়তা বিধান সংশ্লস্টি বিবিধ বিষয়াদির উপর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এটি কোস্ট গার্ডকে আরো যুগোপযোগী, উন্নত ও প্রশিক্ষিত বাহিনীতে পরিনীত করবে বলে প্রতীয়মান হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়