শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কুইক রেন্টাল বন্ধের প্রস্তাব দিয়েছে সিপিডি

সালেহ্ বিপ্লব: [২] সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একই সঙ্গে জ্বালানি রূপান্তরে সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে। সংস্থার পক্ষ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি জ্বালানি রূপান্তরের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়েছে। 

[৩] সিপিডির স্বল্পমেয়াদি প্রস্তাব আগামী জুনের মধ্যে বাস্তবায়নযোগ্য। এই প্রস্তাবের মধ্যে রয়েছে জ্বালানির চাহিদা পূর্বাভাস সংশোধন, জ্বালানির মূল্য স্থানীয় মুদ্রায় পরিশোধ, বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান, সোলার সামগ্রীতে শুল্ক কমানো এবং বায়োগ্যাস ব্যবহার। 

[৩.১] মধ্যমেয়াদি প্রস্তাব ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নযোগ্য। এই প্রস্তাবের মধ্যে রয়েছে বিদ্যমান ‘ফেজ আউট’ তালিকায় যে কুইক রেন্টাল ও অদক্ষ বিদ্যুৎকেন্দ্রর নাম নেই, সেগুলো আর দেরি না করে ফেজ আউট করা।

[৩.২] মধ্যমেয়াদি প্রস্তাবের মধ্যে আরো রয়েছে- বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে নবায়নযোগ্য জ্বালানিকে অন্তর্ভুক্ত করা, অভিন্ন লক্ষ্যমাত্রাসহ সমন্বিত জ্বালানিনীতি গ্রহণ করা, প্রকৌশলীদের জন্য নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি চালু করা এবং পাওয়ার প্ল্যান্ট ইনডিমিনিটি অ্যাক্ট বাতিল।

[৩.৪] দীর্ঘমেয়াদী প্রস্তাবে রয়েছে জ্বালানির জন্য আলাদা সেল গঠন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) শক্তিশালীকরণ 

[৪] বুধবার দুপুরে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে ‘বাংলাদেশে জ্বালানি পরিবর্তনের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ: একটি নাগরিক ইশতেহার’ শীর্ষক সভায় এসব প্রস্তাব তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি জ্বালানির রূপান্তরে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি, নির্বাচনি ও নাগরিক সমাজের ইশতেহার শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

[৫.১] ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নির্বাচনে জ্বালানির গুরুত্ব আগেও ছিল, আগামীতেও থাকবে। বিগত কয়েকটি নির্বাচনের ইশতেহার বিশ্লেষণ করে দেখা যায়, দলগুলো বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি আমাদানিতে মনোযোগী। তবে রিনিউয়েবল জ্বালানিতে তাদের মনোযোগ কম।

[৬] সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, প্রতিটি সেক্টরের কার্যক্ষমতা নির্ভর করে বিদ্যুৎ খাতের উপর। অর্থনৈতিক অগ্রগতিতে বিদ্যুৎ খাতের গুরুত্ব অপরিসীম।

[৭] অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ ড. ম. তামিম ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় উপস্থিত ছিলেন।

এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়