শিরোনাম
◈ শহিদ নাফিজের দেহ বহনকারী সেই রিকশা থাকবে গণভবন জাদুঘরে : নাহিদ ইসলাম ◈ ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় পরিবর্তন হবে না : পররাষ্ট্র উপদেষ্টা ◈ ধীরে ধীরে খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে, অভ্যাস করবেন যেভাবে ◈ মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কত কোটি টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে : প্রেস সচিব ◈ আফগানিস্তানের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডে খেলতে পারবেন না মুশফিকুর রহিম ◈ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে হতাশ সাবেক অধিনায়ক বুলবুল ◈ ফিলিস্তিনের সমর্থনে গ্যালারিতে ব্যানার নেয়ায় শাস্তির মুখে পড়তে পারে পিএসজি ◈ ব্রাহ্মণবাড়িয়া শহরে বহুতল ভবন থেকে পতিতাসহ ৮ জন গ্রেফতার ◈ ট্রাম্পের জয়ে কেমন হবে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক, যা বললেন বিশেষজ্ঞরা ◈ সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশিত : ৩০ মে, ২০২৩, ১২:৫৫ রাত
আপডেট : ৩০ মে, ২০২৩, ১২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফআইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন 

সালমান ফারসি সভাপতি, সাদেকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

আমিনুল ইসলাম: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে মোঃ সালমান ফারসি সভাপতি এবং মোঃ সাদেকুর রহমান সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়েছেন। গত ২৪ মে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নির্বাচিতরা হলেন,   মোঃ শাহজাহান হোসেন সহসভাপতি,   মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার সহসাধারণ সম্পাদক, মোঃ মোখলেস মিয়া অর্থ সম্পাদক, মোঃ আশরাফ সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক,   মোঃ সাদিকুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ জহুরুল ইসলাম দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া মোঃ আহসান হাবিব, মিজ লুৎফুননেছা, গোলাম রব্বানী, মিজ রওশন আরা ও  মোঃ মাহবুবুল আলম কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন।  ১০ বছর পর নির্বাচনের মাধ্যমে বিএসএফআইসি) অফিসার্স অ্যাসোসিয়েশনে কমিটি নির্বাচিত হওয়ায় কর্মকর্তাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। উল্লেখ্য ২০১৩ সালে কর্মকর্তাদের সরাসরি ভোটে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ নির্বাচিত হয়েছিল। এরপর দীর্ঘদিন আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

ইতোমধ্যে বিএসএফআইসি অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি সংস্থার চেয়ারম্যান  আরিফুর রহমানকে সাথে নিয়ে চিনিশিল্প ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়