মাসুদ আলম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছিল, পরে বিভিন্ন জায়গায় মামলা দায়েরের কারণে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দু-তিনটি মামলার তথ্য জানি। আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।
তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতার দিনটি আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করি। সেই দিন তথ্যভিত্তিক নয় এমন সংবাদ প্রকাশ করে একটি পত্রিকা। যেভাবে বাংলাদেশ এগিয়েছে সেটাকে কটুক্তি করে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যে উক্তিটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেও সেই উক্তিটি করেনি বলে একাত্তর টিভির মাধ্যমে জানিয়েছে।
প্রথম আলোর সাংবাদিককে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর গ্রেপ্তার দেখানো হলো-এটা কতটুকু আইনসঙ্গত জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের একটি বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে নিয়েছিল। তারা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়েও দিয়েছিল। কিন্তু আপনারা জানেন, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে মামলা হচ্ছে এবং কয়েকটি মামলা এরই মধ্যে হয়ে গেছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কেউ ভুল করে থাকে, সেটির মামলা হবে, বিচারের আওতায় আসবে।
যদি কেউ ভুল করে থাকে, সেটির মামলা হবে, বিচারের আওতায় আসবে। কিন্তু যে পদ্ধতির ভেতর দিয়ে শামসুজ্জামান গ্রেপ্তার করা হলো, তাতে গণমাধ্যম কর্মী হিসেবে আমার ভয়ের কারণ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি ভয়ের মধ্যে থাকবেন কেন? আপনি তো মিথ্যা তথ্য দেননি, আপনি তো বিভ্রান্তিকর নিউজ দেননি, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংবাদ করেননি। কাজেই আপনি ভয়ে থাকবেন কেন, আপনি নির্ভয়ে চলবেন।
এমএ/এসবি২
আপনার মতামত লিখুন :