মাছুম বিল্লাহ: বাংলাদেশ সহকারী হাইকমিশনের আয়োজনে আসামের গুয়াহাটিতে যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষ্যে সহকারী হাইকমিশন দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করে। সকালে সহকারী হাইকমিশনের কর্মচারীদের উপস্থিতিতে সহকারী হাইকমিশনার রুহুল আমিন কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয় । এরপর মিশনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিশেষ মোনাজাত, বাণী পাঠ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ।
দুপুরে স্থানীয় এতিমখানার শিশুদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজনে একটি ভিন্ন মাত্রা যোগ করে। শিশুরা সেখানে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আনন্দ উপভোগ করে । এছাড়া সহকারী হাইকমিশনের পক্ষ থেকে শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় ।
অন্যদিকে একই দিন সন্ধ্যায় গৌহাটি আর্টিস্ট গিল্ডে বঙ্গবন্ধুর উপর সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় । এ কার্যক্রমে সহযোগিতায় ছিলো উত্তর-পূর্ব ভারতের প্রধানতম কলা প্রতিষ্ঠান গৌহাটি আর্টিস্ট গিল্ড এবং গুয়াহাটির অন্যতম সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ব্যতিক্রম মাসডো। অনুষ্ঠানে গুয়াহাটির বিশিষ্ট আলোকচিত্রী ও চারুশিল্পীগণসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি প্রা্মাণ্যচিত্র প্রদর্শন করা হয় । এরপর সহকারী হাইকমিশনার তার বক্তব্যে বঙ্গবন্ধুর ঐন্দ্রজালিক নেতৃত্বের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন । এই প্রদর্শনী বঙ্গবন্ধুর মহান আদর্শ আসামের মানুষের কাছে তুলে ধরার একটি প্রয়াস বলে তিনি উল্লেখ করেন । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গৌহাটি আর্টিস্ট গিল্ডের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক কিশোর কুমার দাস ও ব্যতিক্রম মাসডো’র সভাপতি ও ফ্রেন্ডস অব বাংলাদেশ, আসাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ডঃ সৌমেন ভারতীয়া । তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং এ ধরণের চিত্রকলা প্রদর্শনী দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রদর্শনীটি ঘুরে দেখেন। প্রদর্শনীটি আগামী ২৩ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে ।
এমএইচ
আপনার মতামত লিখুন :