শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১১ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের ৩৫ শতাংশ জলাভূমি হারিয়ে গেছে

মো. সাজ্জাদুল ইসলাম: বিশ্বের প্রতিবেশ আজ সবচাইতে মারাত্মক হুমকির মুখে পড়েছে। গত ৫০ বছরে বিশ্বের ৩৫ শতাংশেরও বেশি জলাভূমি হারিয়ে গেছে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে এর অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। সূত্র আনাদোলু  এজেন্সি

ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে উপলক্ষে জলাভূমি গুরুত্বের বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রকাশ পেয়েছে। বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ ফলপ্রসূ পরিবেশবান্ধব ব্যবস্থা হিসেবে প্রতিবেশকে চিহ্নিত করা হয়েছে। 

রামসার কনভেনশনএর সেক্রেটারিয়েট সচেতনতা কার্যক্রমের আয়োজন করেছে। জাতিসংঘ সাধারণ পবিষদও ২০২১ সালে ২রা ফেব্রুয়ারিকে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে  মনোনিত করে।

ইরানের রামসার শহরে রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়। ১৭০টি দেশ জলাভূমি রক্ষা এবং তার সুষ্ঠ ব্যবস্থাপনার অঙ্গীকার করে। বিশ্বে দুই হাজার চারশরও  বেশি রামসার স্থান রয়েছে যার আয়তন ২৫ লাখ বগ কিলোমিটারেরও বেশী। যা আয়তনে মেক্সিকোর চেয়েও বড়।

.রামসার কনভেনশনের আওতায় অস্ট্রেলিয়ার কোবার্গ উপদ্বীপকে ১৯৭৪ সালে বিশ্বের প্রথম রামসার স্থান ঘোষনা করা হয়। বলিভিয়ায় রয়েছে সবচাইতে বড় এক লাখ ৪৮ হাজার বর্গ কিলোমিটার্ এলাকা। ব্রাজিলের রিও নেগ্রো হচ্ছে বিশ্বের বৃহত্তম জলাভূমি এলাকা যার আয়তন এক লাখ ২০ হাজার বর্গ কিলোমিটার।

.ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভলপমেন্ট(ইফাদ) জানায়, ১৭০০ সাল থেকে এ পর্যন্ত ৮৭ শতাংশ জলাভুমি বিলীন হযে গেছে। এর মধ্যে ১৯০০ সাল থেকে বিলুপ্ত হয়েছে ৬৪ শতাংশ জলাভূমি। জলাভূমি বিলোপের কারণগৃলোর মধ্যে রয়েছে কৃষিকাজ জনিত ক্ষতি, দূষন, অতিরিক্ত মাছ শিকার, সম্পদের মাত্রাতিরিক্ত ব্যবহার, অদৃশ্য নানা প্রজাতি এবং জলবায়ু পরিবর্তন।

এসআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়