শিরোনাম
◈ কালরাত স্মরণে এক মিনিটের ‘ব্ল্যাক আউটে’ বাংলাদেশ ◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল ◈ দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি ◈ নারী অধিকার কর্মীদের প্রতি ‘কোমল’ মনোভাব দেখানোর জন্যে ১০ বিচারপতিকে মৃত্যুদণ্ড সৌদি সরকারের ◈ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি ◈ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে  সকলকে ভূমিকা রাখতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১৭ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ল এলপি গ্যাসের দাম

এলপি গ্যাস

খালিদ আহমেদ: ১২ কেজি সিলিন্ডারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে ২৬৬ টাকা। আগে ১ হাজার ২৩২ টাকায় কেনা গেলেও আজ থেকে এই সিলিন্ডার কিনতে গুণতে হবে ১ হাজার ৪৯৮ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

দেশে সব থেকে বেশি বিক্রি হয় ১২ কেজির সিলিন্ডার গ্যাস। প্রতি কেজি এলপি গ্যাসে এবার দাম বাড়ল ২২ টাকা ১৬ পয়সা। যদিও গত মাসে গ্যাসের দাম কমেছিল।

তবে বিইআরসির বেঁধে দেয়া দামেও সাধারণত পাওয়া যায় না গ্যাস। এলাকাভেদে বিইআরসির বেঁধে দেয়া দাম হতে অন্তত ৭০ থেকে ১০০ টাকা বাড়তি দামে এলপিজি কিনে থাকেন গ্রাহকরা।

এলপিজি গ্যাসের সঙ্গে বেড়েছে অটোগ্যাসের দামও। নির্ধারিত নতুন দাম আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে। প্রতি মাসের প্রথম সপ্তাহে বিইআরসি এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে থাকে।

কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়