শিরোনাম

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৯:৪৮ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেশাল ব্রান্সের এডিশনাল এসপি শফিকুর রহমানের মৃত্যু

এসপি শফিকুর রহমান

মোস্তাফিজুর রহমান: ডিউটি শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে মৃত্যু হয়েছে স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা (এসবি) এডিশনাল এসপি শফিকুর রহমান মুকুলের।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এডিশনাল এসপি শফিকুর রহমান মুকুল তার কর্মস্থল থেকে বাসায় ফিরার পথে রাজধানীর বিজয় স্মরণী এলাকায় পূবালী ব্যাংকের সামনে রাস্তায় নিজ গাড়িতে স্ট্রোক করেন।

পরে সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি মালিবাগে এসবি অফিসে কর্মকর্ত ছিলেন। তার বাসা মিরপুর ষাটফিট এলাকায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। 

তার গাড়ির চালক মো. জাফর আলী জানান, সন্ধ্যায় অফিস থেকে বাসায় নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্যারকে হাসপাতালে নিয়ে আসি।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়