শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ১২:১৮ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ৩৯০ ইটভাটার মধ্যে অবৈধ ১৭৮টি 

এম এম লিংকন: এক সপ্তাহ জুড়ে বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা। শুধু ঢাকা নয়, সারাদেশেই বাড়ছে বায়ুদূষণ। বায়ুদূষণ সব বয়সী মানুষসহ শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য খুবই ক্ষতিকর। 

বিশেষজ্ঞদের মতে, মূলত ইটের ভাটা এবং যেখানে মেগাপ্রজেক্টসহ নির্মাণকাজ চলছে সেখানে দূষণের মাত্রা দ্বিগুণ। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মনিটরিংয়ে দায়িত্বরতদের জবাবদিহিতার মধ্যে আনলে বায়ুদূষণ কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, তাদের সবশেষ (ডিসেম্বর, ২০২২) পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে পরিবেশগত ছাড়পত্র নেই ৪ হাজার ৬৩৩টি ইটভাটার। বর্তমানে দেশে মোট ইটভাটার সংখ্যা ৭ হাজার ৮৮১টি। এরমধ্যে পরিবেশগত ছাড়পত্র আছে মাত্র ৩ হাজার ২৪৮টি ইটভাটার। ইটভাটার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ২০১৭টি ইটভাটা রয়েছে। যারমধ্যে ৭৪৪টি ইটভাটা অবৈধ। 

পরিবেশ অধিদপ্তর সুত্রে আরও জানা গেছে, চট্রগ্রাম বিভাগে মোট ইটভাটার সংখ্যা ১ হাজার ৪৮৯ টি। এরমধ্যে বৈধ ইটভাটার সংখ্যা মাত্র ৫৭২টি। আর ৯১৭টি অবৈধ ইটভাটা। এরমধ্যে চট্রগ্রাম সদর জেলায় সবচেয়ে বেশি তথা ২৭৬টি অবৈধ ইটভাটা রয়েছে।

রাজশাহী বিভাগের ৮টি জেলায় মোট ইটভাটা রয়েছে ১ হাজার ১১৯টি। যারমধ্যে ৯৩৫টি ইটভাটা অবৈধ। এরমধ্যে সদর জেলায় ১০৭ টির মধ্যে ৭৯ টি, চাপাইনবাবগঞ্জে ১০৪টির মধ্যে ৯১টি, নাটোরে ১১টির মধ্যে ৭২টি, নওগাঁয় ১৯৩টির মধ্যে ১৮৭টি, বগুড়ায় ২৩৫টির মধ্যে ২১৮টি, জয়পুরহাটে ৪৮টির মধ্যে ৩৯টি, পাবনায় ১৮৭টির মধ্যে ১৬১টি এবং সিরাজগঞ্জে ১৩৪টির মধ্যে ৮৮টি ইটভাটা অবৈধ।  

রংপুর বিভাগে মোট ৯৫২টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৮১৮টি ইটভাটাই অবৈধ। খুলনা বিভাগে মোট ইটভাটার সংখ্যা ৯৭৩টি। এরমধ্যে অবৈধ ইটভাটার সংখ্যা ৬২৪টি। এছাড়া ময়মনসিংহ বিভাগে মোট ইটভাটার সংখ্যা ৪৬০টি। এরমধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই ৪০৪টির। বরিশাল বিভাগে মোট ৪৭৩টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ১৫৪টি ইটভাটাই অবৈধ। সিলেট বিভাগের ৪টি জেলায় মোট ইটভাটা রয়েছে ২৮৮টি, যারমধ্যে অবৈধ ইটভাটার সংখ্যা ২৪টি। 

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) জিয়াউল হক বলেন, অবৈধ ইটভাটাগুলো বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। ইটভাটাগুলো নিয়মিত করছে জেলা প্রশাসন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়