শিরোনাম
◈ ‘সুষ্ঠু নির্বাচন হলে জিএসপি প্লাস সুবিধা পাবে বাংলাদেশ’ ◈ সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী ◈ ২৮ মের নির্বাচনে জিতবে তুরস্কের সাড়ে ৮ কোটি মানুষ: এরদোগান ◈ পাকিস্তানে তুষার ধসে নিহত ১১, আহত ২৫ ◈ দেশের সব বিমানবন্দরে কোভিড বিধিনিষেধ তুলে নিল বেবিচক ◈ ‘বিএনপি নেতাকর্মীদের জন্য বাড়ি আর কারাগারের মধ্যে পার্থক্য নেই’ ◈ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাহাথির: পরিকল্পনামন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, গাজীপুর তার প্রমাণ: ওবায়দুল কাদের ◈ বিশ্ব জেনে গেছে এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি: ড. মোশাররফ ◈ বিএনপি থেকে বহিস্কৃত ১২ নেতা গাজীপুর সিটিতে কাউন্সিলর নির্বাচিত 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মার্ট সিটি গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক: স্থানীয় সরকার মন্ত্রী 

তাজুল ইসলাম

এম এম লিংকন: স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলছেন, আমাদের সিটিগুলোকে স্মার্ট করে গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট নাগরিকদের। বর্তমান সরকার শুধু স্বপ্ন দেখায় না,স্বপ্ন বাস্তবে রূপ দান করে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন না, বাস্তব। স্মার্ট বাংলাদেশ বা স্মার্ট সিটিও বাস্তবে রূপ নেবে। এজন্য আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে সমন্বিতভাবে অংশগ্রহণ করতে হবে। শনিবার বিটিআরসি কর্তৃক আয়োজিত আজকের স্মার্ট সিটি বিনির্মাণে প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। 

তিনি বলেন,স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সিঙ্গাপুরের উদাহরণ দেওয়া হলেও আমাদের দেশের বাস্তবতায় স্মার্ট নগরী গড়ে তুলতে হবে। বাংলাদেশের শহরগুলোর প্রেক্ষিতে সামঞ্জস্য রেখে স্মার্ট সিটি বাস্তবায়নে কাজ করতে হবে। 

আমাদের স্মার্ট বাংলাদেশে থাকবে সব নাগরিক সুবিধা। পানি সরবারাহ, স্যানিটেশন ব্যবস্থা, গ্হৃস্থ বর্জ্য- শিল্প বর্জ্য ব্যবস্থাপনা ও নগরে থাকবে যথাযথ ট্রাফিক ব্যবস্থা। সুস্থ স্বাভাবিক নতুন প্রজন্মের গড়ে তুলতে হলে তাদের জন্য যথাযথ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে তাদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নাগরিক কৃষি, শিক্ষা,স্বাস্থ্য অর্থনৈতিসহ সব খাতকে আধুনিকভাবে গড়ে তুলতে হবে। 

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমার নাগরিক যেন ঘরে বসে সব সুবিধা পাবে সেই সেবা নিশ্চিত করতে চাই। সম্পাদনা: এল আর বাদল

এমএল/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়