মহসীন কবির: চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে। বিটিভি
তিনি বলেন, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করেছি বিএনপি। ভোট চুরি করে ক্ষমতায় গেলে জনগণ তা মেনে নেয় না। ১৫ ফেব্রুয়ারি অবৈধ নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারে নাই। জনগণের আন্দোলনে ক্ষমতা থেকে নামতে বাধ্য করেছিলাম।
তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। বিএনপি ক্ষমতায় গিয়ে লুটপাট করেছে। খালেদা জিয়ার ছেলে হওয়া ভবন খুলে লুটপাট করে হাজার কোটি টাকার মালিক হয়েছে।
আপনার মতামত লিখুন :